![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
SRH vs GT Match Highlights: বৃষ্টি-কাঁটায় ফের বিদ্ধ গুজরাত, ১ পয়েন্ট পেতেই প্লে অফের দরজা খুলে গেল হায়দরাবাদের
IPL 2024: বৃহস্পতিবার ম্যাচ শুরুই করা গেল না বৃষ্টির জন্য। রাত ১০.১১-তে ম্যাচ বাতিল ঘোষণা করলেন ম্যাচ রেফারি ও আম্পায়াররা। করমর্দন করে নিলেন দুই অধিনায়ক - কামিন্স ও গিল।
![SRH vs GT Match Highlights: বৃষ্টি-কাঁটায় ফের বিদ্ধ গুজরাত, ১ পয়েন্ট পেতেই প্লে অফের দরজা খুলে গেল হায়দরাবাদের IPL 2024 SRH vs GT Match Highlights Sunrisers Hyderabad qualify for IPL play offs as match against Gujarat Titans washed away in rain SRH vs GT Match Highlights: বৃষ্টি-কাঁটায় ফের বিদ্ধ গুজরাত, ১ পয়েন্ট পেতেই প্লে অফের দরজা খুলে গেল হায়দরাবাদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/4b2f57527d64ac1828f4898cdda8092e171587863133450_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: বৃষ্টি যেন শুভমন গিলদের (Shubman Gill) পিছুই ছাড়ছে না। আমদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের (SRH vs GT) বিরুদ্ধে শুভমনদের ম্যাচেও কাঁটা হয়ে দাঁড়াল বৃষ্টি। নিজামের শহরে এক বলও খেলা হল না। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলেও লাভ হল হায়দরাবাদের। তৃতীয় দল হিসাবে আইপিএলের প্লে অফে জায়গা করে নিলেন প্যাট কামিন্সরা।
বৃহস্পতিবার ম্যাচ শুরুই করা গেল না বৃষ্টির জন্য। রাত ১০.১১-তে ম্যাচ বাতিল ঘোষণা করলেন ম্যাচ রেফারি ও আম্পায়াররা। করমর্দন করে নিলেন দুই অধিনায়ক - কামিন্স ও গিল। আইপিএলের ইতিহাসে এই প্রথম হায়দরাবাদে কোনও ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে গেল হায়দরাবাদ। তবে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে তাদের থাকাটা এখন আর শুধু হায়দরাবাদের হাতে নেই। নির্ভর করছে রাজস্থান রয়্যালসের ফলাফলের ওপরও। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হায়দরাবাদ হারালে ও রাজস্থান তাদের শেষ ম্যাচে হেরে গেলে তবেই প্রথম দুইয়ে শেষ করবে হায়দরাবাদ।
𝙎𝙪𝙣𝙧𝙞𝙨𝙚𝙧𝙨 𝙃𝙮𝙙𝙚𝙧𝙖𝙗𝙖𝙙 are through to #TATAIPL 2024 Playoffs 🧡
— IndianPremierLeague (@IPL) May 16, 2024
Which will be the final team to qualify 🤔#TATAIPL | #SRHvGT | @SunRisers pic.twitter.com/6Z7h5kiI4o
প্রথম দল হিসাবে আইপিএলের প্লে অফের যোগ্যতা অর্জন করেছিল কেকেআর। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নাইটদের। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত শ্রেয়স আইয়ারদের। অর্থাৎ, কোয়ালিফায়ার ওয়ানে খেলছেই শাহরুখ খান-জুহি চাওলার দল। প্লে অফে কেকেআরের প্রতিপক্ষ কারা, তা এখনও স্থির নয়। দৌড়ে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদই। তবে চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারিয়ে দিলে রান রেট ভাল থাকার সুবাদে তারাও হতে পারে নাইটদের প্রতিপক্ষ। তবে সেক্ষেত্রে শর্ত হল, হায়দরাবাদ ও রাজস্থান - দুই দলকেই শেষ ম্যাচে হারতে হবে। তবেই কোয়ালিফায়ার ওয়ানে কেকেআর বনাম সিএসকে লড়াই দেখা যেতে পারে।
আরও পড়ুন: সবাইকেই থামতে হয়, সুনীলের অবসরের সিদ্ধান্ত শুনে বলছেন শ্বশুর সুব্রত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)