IPL 2024: বাটলার না ক্লাসেন, কার ব্যাটে আজ ঝড় উঠবে? কখন, কোথায় দেখবেন রাজস্থান-হায়দরাবাদ দ্বৈরথ?
Rajasthan vs Sunrisers: এখনও পর্যন্ত এবারের আইপিএলে ৯ ম্য়াচ খেলতে নেমে পাঁচ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ঝুলিতে পুরে নিয়েছে ১০ পয়েন্ট।
হায়দরাবাদ: আইপিএলে (IPL 2024) আজ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস শিবিরের (Rajasthan Royals)। নিজেদের ঘরের মাঠ রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Rajib Gandhi International Cricket Stadium) আজ খেলতে নামবে প্যাট কামিন্সের দল। রাজস্থান এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্য়দিকে সানরাইজার্স পাঁচ নম্বরে নেমে গিয়েছে। প্লে অফে পথে রাজস্থান যতটা তাদের জমি শক্ত করেছে, সানরাজার্সকে এখনও কিন্তু লড়তে হবে।
কাদের ম্যাচ?
আজ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস মুখোমুখি হতে চলেছে
ম্য়াচটি হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায়, টস তার ঠিক আধ ঘণ্টা আগে, সন্ধে ৭ টায়।
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার নেটওয়ার্কের একগুচ্ছ চ্যানেলে।
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট।
কেমন পিচ?
গত মার্চের শেষের দিকে নিজেদের ঘরের মাঠে প্রথম ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে মুখােমুখি হয়েছিল সানরাইজার্স। সেই ম্য়াচে ২৭৭ রান বোর্ডে তুলে ফেলেছিল তারা। রান তাড়া করতে নেমে মুম্বই শিবিরও ২৪৬ রান বোর্ডে তুলে ফেলেছিল। এপ্রিলে চেন্নাই এখানে খেলতে এসে ১৬৫ তুলতে পেরেছিল। যা ১৮.১ ওভারে রান তাড়া করতে নেমে হাসিল করে নেয় সানরাইজার্স। এই মাঠে শেষ যে ম্য়াচ খেলতে নেমেছিল সানরাইজার্স এখানে ২০৬ রান তাড়া করতে নেমে ১৭১ রানে অল আউট হয়ে যায়। এই আইপিএলে ব্যাটিং দ্বৈরথই দেখা গিয়েছে দুটো দলের মধ্যে। সেই হিসেবে এই ভেন্যুও ব্যাটারদের জন্য একেবারে আদর্শ। তবে স্পিনাররাও মাঝের ওভারগুলোতে সাহায্য পাবেন।
বৃষ্টির সম্ভাবনা নেই ম্য়াচের মাঝে। পুরো চল্লিশ ওভারের ম্য়াচই হবে।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র একটি ম্য়াচ হেরেছে রাজস্থান শিবির। গুজরাত টাইটন্সের বিরুদ্ধে সেই হার হজম করতে হয়েছিল তাদের। গত মরশুমেও প্রথম আট ম্য়াচের মধ্যে পাঁচ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল রাজস্থান শিবির। কিন্তু সেখান থেকে এই মরশুমে অনেক বেশি সফল এই দলটি। আজ হায়দরাবাদের বিরুদ্ধে জয় মানেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে স্যামসন বাহিনী। অন্য়দিকে সানরাজার্স এই ম্য়াচ জিতলে পয়েন্ট টেবিলে ওপরের দিকে উঠবে একটু।