IPL 2024: ''ভারতীয় ক্রিকেটের অসাধারণ প্রতিভা'', দুরন্ত অভিষককে সার্টিফিকেট বিধ্বংসী হেডের
Head On Abhishek: গতকাল ১৬৬ রান তাড়া করতে নেমে মাত্র ৯.৪ ওভারে জয় ছিনিয়ে নেয় প্যাট কামিন্সের দল। যা এত বড় রান তাড়া করতে নেমে দ্রুতত জয় ফ্র্যাঞ্চাইজি লিগে।
হায়দরাবাদ: চলতি আইপিএলের সবচেয়ে বিধ্বংসী ব্যাটিং লাইন আপ। টুর্নামেন্টে রেকর্ড ভাঙা-গড়া যেন অভ্যেসে পরিণত করে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) শিবির। চলতি আইপিএলের শুরুর দিকে প্রথমে ব্যাটিং করতে নেমে ২৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল কমলা ব্রিগেড। যা এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে কোনও দলের সর্বাধিক রান এক ইনিংসে। আবার গতকাল ১৬৬ রান তাড়া করতে নেমে মাত্র ৯.৪ ওভারে জয় ছিনিয়ে নেয় প্যাট কামিন্সের (Pat Cumins) দল। যা এত বড় রান তাড়া করতে নেমে দ্রুতত জয় ফ্র্যাঞ্চাইজি লিগে। আর এই সাফল্য়ের মূলে মূলত দলের ওপেনিং জুটি ট্রভিস হেড ও অভিষেক শর্মা। অজি তারকা তো গত দেড় বছর ধরেই দুরন্ত ফর্মে। কিন্তু চলতি আইপিএলে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং দেখে অনেকেই তাঁকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে দেখার সওয়ালও করেছেন। যদিও বিশ্বকাপের দলে জায়গা পাননি অভিষেক, কিন্তু ব্যাটে ধার তার কমেনি। গতকালও ২৮ বলে ৭৫ রানের ঝোড়ো অপরাজিত ইনিংস খেলেন বাঁহাতি তরুণ। উল্টোদিকে দাঁড়িয়ে অভিষেকের ব্যাটিংও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন হেড। গতকাল ম্য়াচের পর নিজের আইপিএল দলের ওপেনিং পার্টনারকে দরাজ সার্টিফিকেট দিলেন অজি তারকা।
হেড বলছেন, ''আমার মনে হয় ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা একজন প্রতিভা অভিষেক শর্মা। আমরা একসঙ্গে দারুণ মুহূর্ত কাটিয়েছি ২২ গজে। একে অপরের সান্নিধ্য ভীষণ উপভোগ করি। মাঠে দু জনের বোঝাপড়াটা আমাদের দারুণ।''
চলতি আইপিএলে পাওয়ার প্লে-তে কোনও দলের বোলারদেরই সমীহ করছেন না হেড ও অভিষেক। গতকালও লখউয়ের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে ১০৭ রান বোর্ডে তুলে নিয়েছিল তারা। ম্য়াচ সেখান থেকে ফিরিয়ে আনা আর কোনওভাবেই সম্ভব ছিল না। সানরাইজার্সের ওপেনিং জুটি এত দ্রুত রান তুলে নিচ্ছে যে নেট রান রেটেও বিরাট লাফ দিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। যা পয়েন্ট টেবিলেও তাদের সুবিধে করে দিয়েছে। প্লে অফের দৌড়ে সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে। সেই প্রসঙ্গ টেনে হেড বলছেন, ''আমরা পাওয়ার প্লে-টা দারুণভাবে কাজে লাগাতে পেরেছি। এই সময়টা দ্রুত রান তোলাটা ভীষণ দরকার ছিল। কারণ টুর্নামেন্টে নেট রান রেট কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি।'' গতকাল লখনউ বধের সঙ্গে সঙ্গে ১২ ম্য়াচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ।