KKR: ট্রফি জিততে মরিয়া দল, আইপিএলে এবার গম্ভীরের মেন্টরশিপে খেলতে মুখিয়ে আছেন বেঙ্কটেশ
Venkatesh Iyer: আগামী ২২মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। কলকাতা নাইট রাইডার্স তাঁদের প্রথম ম্য়াচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে।
কলকাতা: ২০২১ সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক। এরপর থেকেই ধীরে ধীরে এই দলটার অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন। ব্যাট হাতে বেশ কয়েকটি স্পেশাল ইনিংস খেলেছেন নাইটদের হয়ে। গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরানও হাঁকিয়েছিলেন। নতন মরশুমে চন্দ্রকান্ত পণ্ডিতের কোচিংয়ের পাশাপাশি গৌতম গম্ভীরের মেন্টরশিপে খেলবে কেকেআর শিবির। যা নিয়ে বেশ উত্তেজিত মধ্যপ্রদেশের এই অলরাউন্ডার। কেকেআরকে এক সাক্ষাৎকারে সেই বিষয়ই কথা বললেন তিনি।
নতুন মরশুম নিয়ে প্রত্যাশা কেমন?
ভেঙ্কটেশ: কেকেআরের হয়ে খেলতে নামাটা সবসময়ই সম্মানের। দুর্দান্ত একটা ফ্র্যাঞ্চাইজি। লক্ষ্য তো সবসময়ই ট্রফি জয়। আমি জানি আমাদের ক্ষমতা রয়েছে তা করার। তাই মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে চাই। ব্যাট ও বল দু বিভাগেই দলের জন্য অবদান রাখতে চাই। আশা করি সব ভাল হবে।
গৌতম গম্ভীর কেকেআর শিবিরে যোগ দিয়েছেন, তাঁর সঙ্গে কাজ করার জন্য কতটা মুখিয়ে আছেন?
বেঙ্কটেশ: দুর্দান্ত খবর কেকেআরের জন্য যে গৌতম স্যার ফিরে এসেছেন দলে। ওঁনার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। যতবারই তাঁর সঙ্গে এর আগে কথা হয়েছে, ততবারই তিনি একটাই কথা বলে এসেছেন যে দলের কথা ভেবে যোগদান রাখতে। ব্যক্তিগত মাইলস্টোনের জন্য না দৌড়াতে। দুর্দান্ত একজন নেতা। আমি অবশ্যই চন্দ্রকান্ত স্যার ও গৌতম স্যারের যুগলবন্দিকে দেখার জন্যও উত্তেজিত। ২ জনেই ট্রফি জেতার অভিজ্ঞতা রয়েছে।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্য়ান্স, নতুন মরশুমে বোলার বেঙ্কটেশকে কী দেখতে পাওয়া যাবে?
বেঙ্কটেশ: ঘরোয়া ক্রিকেট ধারাবাহিকভাবে বোলিং করেছি এবার। নিজের আত্মবিশ্বাসও বেড়েছে। যা আইপিএলেও হয়ত কাজে আসবে। চাপের মুখে বল করেছি ঘরোয়া ক্রিকেটে। শ্রেয়স আমাকে যদি কখনও বোলিং করতে বলে, আমি সবসময় প্রস্তুত থাকব।
ঘরোয়া ক্রিকেটে এবারের পারফরম্য়ান্স আইপিএলে কতটা সাহায্য করবে?
বেঙ্কটেশ: আমার গত চার বছরে প্রথমবার পুরো ঘরোয়া মরশুম দলের সঙ্গে খেলতে পারলাম। মধ্যপ্রদেশের হয়ে চন্দ্রকান্ত পণ্ডিতের অধীনে খেলা সত্যিই ভাগ্যের বিষয়। আমি অনেক কিছু শিখেছি। অনেক ভাল পারফর্ম করেছি দল হিসেবে আমরা। আইপিএলেও চেষ্টা করব আমি সেই ধারাবাহিকতা ধরে রাখতে।
উল্লেখ্য, আগামী ২২মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। কলকাতা নাইট রাইডার্স তাঁদের প্রথম ম্য়াচে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে।