KKR IPL 2025: IPL ট্রফি ধরে রাখতে পারে কেকেআর, যদি ব্যাটে-বলে ঝলসে ওঠেন এই তিন অলরাউন্ডার
IPL 2025: দীর্ঘ ১০ বছর পর আইপিএল ট্রফি ফিরেছে শাহরুখ খান-জুহি চাওলাদের শিবিরে। ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে।
কলকাতা: দীর্ঘ ১০ বছর পর আইপিএল ট্রফি ফিরেছে শাহরুখ খান-জুহি চাওলাদের শিবিরে। ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে।
পরের আইপিএলে (IPL 2025) খেতাব ধরে রাখার লড়াই কেকেআরের সামনে। যদিও নতুন করে দল গড়েছে কেকেআর। ছেড়ে দিয়েছে ট্রফি জয়ী অধিনায়ক শ্রেয়সকে। পাশাপাশি ধরে রেখেছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের মতো তারকাদের। নিলাম থেকে রেকর্ড দামে বেঙ্কটেশ আইয়ারকে কিনেছে কেকেআর।
ট্রফি ধরে রাখার জন্য যে তিন অলরাউন্ডারের দিকে তাকিয়ে থাকবে নাইট শিবির, এক ঝলকে দেখে নেওয়া যাক।
নারাইন নারাইন
কেকেআরের সাফল্যের অন্যতম কারিগর। গত আইপিএলে শুধু বল হাতে পুরনো ছন্দেই ছিলেন না, ব্যাট হাতেও রেখেছিলেন উল্লেখযোগ্য অবদান। গৌতম গম্ভীর মেন্টর হিসাবে দায়িত্ব নেওয়ার পরই ওপেনারের ভূমিকায় ফিরিয়ে এনেছিলেন নারাইনকে। আর ব্যাট হাতে ফের প্রলয়লীলা চালিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা। ১৮০.৭৪ স্ট্রাইক রেট রেখে ৪৮৮ রান করেছিলেন নারাইন। পাশাপাশি বল হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। ১৭ উইকেট নিয়েছিলেন। ওভার প্রতি মাত্র ৬.৬৯ রান খরচ করে। যা টি-২০ ক্রিকেটে বেশ ঈর্ষণীয়।
একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ২০২৫ সালের আইপিএলেও কেকেআরের তুরুপের তাস হতে চলেছেন ক্যারিবিয়ান তারকা।
মাসল রাসেল
তাঁকে নাকি ছেড়ে দেবে কলকাতা নাইট রাইডার্স, আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার আগে জোর গুঞ্জন ছড়িয়েছিল। তবে আন্দ্রে রাসেল যে দলের কতটা বড় স্তম্ভ, তা ফের প্রমাণ করে দিয়েছে কেকেআর। ক্যারিবিয়ান অলরাউন্ডারকে ধরে রেখেছে শাহরুখ-জুহির দল। পরের আইপিএলেও কেকেআরের অন্যতম বড় অস্ত্র হতে চলেছেন রাসেল।
আরও পড়ুন: বুমরাকে রাগিয়ে দেওয়ায় ভয়ঙ্কর পরিণতি হয়েছিল, স্বীকারোক্তি অস্ট্রেলিয়ার তরুণের
বিস্ফোরক ব্য়াটার। সঙ্গে বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারদর্শী। গত আইপিএলে ১৪ ইনিংসে ২২২ রান করেছিলেন। চাপের মুখে একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। লোয়ার মিডল অর্ডারে দলের সম্পদ। গত আইপিএলে বল হাতে ১৫ ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন। উইকেট তোলার দরকার হলেই তাঁর হাতে বল তুলে দিতেন কেকেআর অধিনায়ক।
বেঙ্কটেশ আইয়ার
২০২৫ সালের আইপিএলে কেকেআরের সবচেয়ে দামি ক্রিকেটার। মধ্য প্রদেশের বেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দামে কিনেছে কেকেআর। গত আইপিএলে বল হাতে কোনও উইকেট নিতে পারেননি। তবে ব্যাট হাতে ছিলেন ভয়ঙ্কর ফর্মে। ১৫ ম্যাচে করেছিলেন ৩৭০ রান। এবারও কেকেআরের ব্রহ্মাস্ত্র।