CSK vs RR: ঝলক দেখালেও বড় রান পেলেন না ধোনি, মাত্রে, ব্রেভিস, দুবের দৌরাত্ম্যে ১৮৭ রান তুলল সিএসকে
Chennai Super Kings vs Rajasthan Royals: এক সময়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৭৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল চেন্নাই সুপার কিংস।

নয়াদিল্লি: এক সময় মনে হচ্ছিল ১৫০ রানের গণ্ডি পার করতেও চাপে পড়বে সিএসকে। তবে মিডল অর্ডারে শিবম দুবে ও ডেওয়াল্ড ব্রেভিসের (Dewald Brevis) লড়াকু ইনিংস এবং শুরতে তরুণ আয়ুষ মাত্রের ঝোড়ো ব্যাটিংয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (CSK vs RR) লড়াইয়ের রসদ পেল সিএসকে। ২০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৮৭ রান তুলল হলুদ ব্রিগেড। রাজস্থান রয়্যালসের আকাশ মাধওয়াল (Akash Madhwal) এবং যুদ্ধবীর সিংহ (Yudhvir Singh) তিনটি করে উইকেট নেন।
আইপিএলের আপাত অর্থে গুরুত্বহীন এক গ্রুপ পর্বের ম্যাচে আজ নয়াদিল্লিতে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস একে অপরের মুখোমুখি হয়েছে। এই দুই দলের কেউই প্লে-অফের ধারেকাছেও নেই। দুই দলের লক্ষ্য বলতে লিগ তালিকায় সবার নীচে শেষ করা এড়ানো। তবে সম্ভবত রাজধানীতে অধিনায়ক ধোনির শেষ ম্যাচ দেখতে হাজির হয়েছেন প্রচুর মানুষ। প্রথম ইনিংস কিন্তু তাঁদের হতাশ করল না।
প্রথমে টস জিতে আজ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। নিজের প্রথম ওভারেই ডেভন কনওয়ে (১০) এবং উরভীল পটেল (০), দুই টপ অর্ডার ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠিয়ে হলুদ ব্রিগেডকে চাপে ফেলে দিয়েছিলেন যুদ্ধবীর সিংহ। তবে আয়ুষ মাত্রে দুরন্ত ছন্দে ছিল। চতুর্থ ওভারে যুদ্ধবীরের বলে পিঞ্চ হিটার হিসাবে নামা আর অশ্বিন ও আয়ুষ মিলে ২৪ রান তোলেন। তড়তড়িয়ে অর্ধশতরানের দিকে এগোচ্ছিল মাত্রে। সেই ইনিংসে বিরাম লাগান তুষার দেশপাণ্ডে। ৪৩ রানে ফেরান তাঁকে।
এর পরের দুই ওভারে অশ্বিন ও জাডেজাকেও হারায় সিএসকে। ৭৮ রানে পাঁচ উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল সিএসকে। এ মরশুমে অবশ্য এমন স্থান থেকে আগেও দলকে রক্ষা করেছে ডেওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবে জুটি। কেকেআরের বিরুদ্ধে এই তারকাদ্বয়ের পার্টনারশিপই দলকে জয় এনে দিয়েছিল। এদিনও তাঁরাই দলের ইনিংস পুনর্গঠনের দায়িত্ব কাঁধে তুলে নেন। দুইজনে মিলে ৫৯ রান যোগ করেন। এই পার্টনারশিপে ব্রেভিসই মূলত আগ্রাসী ব্যাটিংটা করেন। তাঁকে সঙ্গ দেন দুবে।
ঠিক যখন মনে হচ্ছিল ব্রেভিস সিএসকেকে বড় রানে পৌঁছে দেবেন, তখনই তাঁর উইকেট ভাঙেন আকাশ মাধওয়াল। হালে দলের ডেথ ওভার বিশেষজ্ঞ বোলার হয়ে উঠেছেন তিনি। দল যে তাঁর ওপর ভরসা করতে পারে, সেটা আজ আবারও প্রমাণ করলেন তিনি। ব্রেভিস আউট হওয়ার পরে দুবে ও ধোনি ইনিংস এগিয়ে নিয়ে যান। ধোনি দৃষ্টিনন্দন ছক্কাও হাঁকান। তবে দুইজনের কেউই খুব দ্রুত গতিতে রান করতে পারেননি। দুবে ৩২ বলে ৩৯ ও ধোনি ১৭ বলে ১৬ রান করেন। দুইজনকেই ইনিংসের শেষ ওভারে আউট করেন মাধওয়াল। দুরন্ত শেষ ওভারে মাত্র সাত রান খরচ করে দুই উইকেট নেন তিনি। সিএসকে শেষমেশ দু'শো রানের গণ্ডি পার করতে ব্যর্থই হয়।




















