IPL 2025 Final: দেশে ফিরেছিলেন সল্ট! চাহালের চোট নিয়েও সংশয়, কেমন হবে আইপিএল ফাইনালের দুই দলের একাদশ
RCB vs PBKS: আইপিএল ফাইনালের আগে আরসিবি, পঞ্জাব দুই শিবিরেই দুই তারকার চোট নিয়েও সংশয় রয়েছে।

আমদাবাদ: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাবে আইপিএলের খেতাব জয়ের লড়াই। প্রথমবার ট্রফি জয়ের লক্ষ্যে আইপিএলের ফাইনালে (IPL 2025 Final) আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB vs PBKS) একে অপরের মুখোমুখি হবে। 'সাবালক' হওয়ার বয়সে প্রথম চ্যাম্পিয়ন পেতে চলেছে মেগা টুর্নামেন্ট। উপরন্তু, বিরাট কোহলির ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে, তাই স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
এই ম্যাচের আগে আরসিবি সমর্থকদের উদ্বেগ বাড়িয়েছিলেন ফিল সল্ট (Phil Salt)। বিরাট কোহলির পর তাঁর ওপেনিং পার্টনার সল্টই আরসিবির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। তবে ম্যাচের আগের রাতে সল্ট দলের হয়ে অনুশীলনে নামেননি। তারপরেই একাধিক রিপোর্ট অনুযায়ী সল্টের ফাইনাল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে অন্য এক রিপোর্ট জানানো হয়েছে সল্ট ম্যাচের আগে অনুশীলনে ছিলেন না বটে, তবে ম্যাচ খেলতে নামবেন।
সল্ট দেশে ফিরে গিয়েছিলেন। তাঁর বান্ধবী সন্তানসম্ভবা বলে আগেই জানা গিয়েছিল। সন্তানের জন্মের সময় বান্ধবীর পাশে থাকতেই সল্ট দেশে ফিরে গিয়েছিলেন। তবে মঙ্গলবার ভোররাতেই তিনি ভারতে ফিরেছেন। ফাইনালেও তিনি খেলবেন এ বিষয়টি কার্যত নিশ্চিত। তবে অজ়ি তারকা টিম ডেভিড ফাইনালে খেলতে পারবেন না বলেই শোন যাচ্ছে। তিনি পেশির চোটের কারণে বিগত কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। তাঁর চোট না সারায় তিনি ফাইনালেও খেলতে পারবেন না বলে খবর। তাই লিভিংস্টোনই কোয়ালিফায়ার ২-র মতো ফাইনালেও আরসিবির হয়ে মাঠে নামতে চলেছেন।
অপরদিকে, পঞ্জাব কিংস শিবিরে তেমন চোট সমস্যা নেই। খালি উদ্বেগ যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) ঘিরে। তিনি কোয়ালিফায়ার ২-এ মাঠে নেমেছিলেন বটে। তবে পঞ্জাব বোলিং কোচ জানিয়েছিলেন চাহাল সম্পূর্ণ ফিট নন। তিনি যদি মাঠে নাই নামতে পারেন, তাহলে হরপ্রীত ব্রার খেলতে পারেন। নয়তো কোয়ালিফায়ার ২-র একাদশ থেকে ফাইনালের একাদশে পঞ্জাব কিংসের তেমন কোনও বদল ঘটানোর সম্ভাবনা নেই।
সম্ভাব্য দল:-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ফিল সল্ট, বিরাট কোহলি, ময়ঙ্ক আগরওয়াল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ক্রণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্য়াজেলউড, সুয়াশ শর্মা (ইমপ্যাক্ট সাব)
পঞ্জাব কিংস
প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহ, জশ ইংলিস (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিংহ, মার্কাস স্টোইনিস, আজ়মাতুল্লা ওমরজ়াই, বিজয়কুমার বিশাখ, কাইল জেমিসন, অর্শদীপ সিংহ, যুজবেন্দ্র চাহাল (ইমপ্যাক্ট সাব)




















