IPL 2025: আইপিএলের মাঝেই গুজরাত টাইটান্স শিবিরে বড় ধাক্কা, নির্বাসিত দলের তারকা ক্রিকেটার
Kagiso Rabada: ব্য়ক্তিগত কারণে কাগিসো রাবাডা দক্ষিণ আফ্রিকায় ফিরেছেন বলে প্রাথমিকভাবে গুজরাত টাইটান্সের তরফে জানানো হয়েছিল।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার তারকা বোলার তিনি, বর্তমান বিশ্বের সেরাদের মধ্যে তাঁকে গণ্য করা হয়। আইপিএলে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) সদস্য কাগিসো রাবাডা (Kagiso Rabada)। তবে হঠাৎই তিনি আইপিএলের (IPL 2025) মাঝেই দেশে ফিরে গিয়েছিলেন। কবে তিনি আবার ফিরবেন, সেই নিয়েও ধোঁয়াশা ছিল। তবে এবার নিজেই নিজের অন্তর্ধান রহস্য ফাঁস করলেন রাবাডা।
সাময়িকভাবে জানানো হয়েছিল যে রাবাডা ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন। তবে শনিবার, ৩ এপ্রিল রাবাডা নিজেই জানান তিনি এক নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের কারণেই তাঁকে নির্বাসিত করা হয়েছিল। রাবাডার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'আইপিএল থেকে ব্যক্তিগত কারণে আমি দক্ষিণ আফ্রিকায় ফিরেছিলাম বলে জানানো হয়েছিল। তবে আদপে একটা নিষিদ্ধ ড্রাগ ব্যবহারের ফলে আমি নির্বাসনের রয়েছি। আমার প্রিয় খেলায় ফিরতে আবার মুখিয়ে রয়েছি।'
নিজের এই ঘটনার জন্য রাবাডা লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী বলে জানান। গুজরাত ম্যানেজমেন্টকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রাবাডা এও জানান যে এই ভুল তিনি আর কোনওদিন করবেন না এবং আবার আগের মতোই প্রতিটা মুহূর্তেই কঠোর পরিশ্রম করবেন, যা তিনি এতদিন করে এসেছেন।
রাবাডা বলেন, 'আমি যাদের যাদের হতাশ করেছি, তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ক্রিকেট খেলাটাকে কখনও অবজ্ঞা করব না, আমার ব্যক্তিগত ইচ্ছা, বাসনার থেকে ক্রিকেট অনেক বড়। এই পরিস্থিতিতে আমার এজেন্ট, ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, গুজরাত টাইটান্স, সকলকে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। সর্বোপরি আমার পরিবার ও বন্ধুদের আমাকে বোঝা এবং ভালবাসার জন্য আমি কৃতজ্ঞ। আমি কোনওভাবেই একা এই কঠিন সময় কাটাতে পারতাম না। এই ঘটনা যাতে আমার পরিচয় না হয়ে উঠে, তার জন্য ভবিষ্যতে যা যা করণীয় সবটা করব। আমি এতদিন যা করে এসেছি, খাটা খাটনি, প্যাশন এবং আবেগ দিয়ে নিজের খেলাটা খেলা চালিয়ে যাব।'
খবর অনুযায়ী, রাবাডা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলার সময় জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে এই নিষিদ্ধ ড্রাগটি ব্যবহার করেছিলেন। তবে এটি শক্তিবর্ধক নয়, নিছকই বিনোদনমূলক। রাবাডার এই নির্বাসনের সময়সীমা সম্পর্কে জানা যায়নি। তবে তিনি কিন্তু ইতিমধ্যেই রামধনুর দেশ থেকে ভারতে ফিরে এসেছেন। শোনা যাচ্ছে এই নির্বাসনের জেরে রাবাডা যে কোনও বড় ম্যাচ থেকে বাতিল হবেন না, সেই বিষয়ে দক্ষিণ আফ্রিকা বোর্ড নিশ্চিত এবং শীঘ্রই তাঁকে আইপিএলেও ফিরতে দেখা যাবে।




















