Hardik Pandya: আইপিএলের আগে 'বন্দুক' মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে, শুরু হয়ে গেল প্রস্তুতি
IPL 2025: হার্দিক অবশ্য ছুটি কাটানোর মেজাজে নেই। দেশে ফিরেই তিনি যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। দরজায় কড়া নাড়ছে আইপিএল।

মুম্বই: তাঁর উত্থানের নেপথ্যে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আইপিএলে (IPL 2025) পাঁচবারের চ্যাম্পিয়ন দলের মালকিন নীতা অম্বানি (Nita Ambani) কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কীভাবে তিনি দুই ভাইকে চিনেছিলেন, তাঁদের প্রতিভায় মুগ্ধ হয়ে সই করিয়েছিলেন। নীতা এ-ও জানিয়েছিলেন যে, দুই ভাই ম্যাগি খেয়ে বছরের পর বছর কাটাতেন। ভাল খাবার কেনার পয়সা ছিল না যে! তাই সস্তায় পুষ্টিলাভ।
সেই দুই ভাইয়ের একজন এখন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। হার্দিক পাণ্ড্য। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ফিরেছেন দেশে। চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করেছেন। রবিবার দুবাইয়ে ফাইনালে প্রবল চাপের মুখে তাঁর কার্যকরী ইনিংস নিয়ে ক্রিকেটপ্রেমীদের আলোচনা চলছে।
হার্দিক অবশ্য ছুটি কাটানোর মেজাজে নেই। দেশে ফিরেই তিনি যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। দরজায় কড়া নাড়ছে আইপিএল। তার আগে সব দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। বুধবার থেকে ইডেন গার্ডেন্সে চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে, চূড়ান্ত মহড়ায় নেমে পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার সেই প্রস্তুতি শিবিরে যোগ দিলেন হার্দিক।
আরও পড়ুন: মাহভাশের সঙ্গে সম্পর্ক নিয়ে জল্পনা, বিচ্ছেদ-পর্বেই চাহালের সঙ্গে পুরনো ছবি ফেরালেন ধনশ্রী
অধিনায়ক দলে যোগ দেওয়ার পরই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরও চনমনে। হার্দিকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুম্বই ইন্ডিয়ান্স লিখল 'গান'। বন্দুক বলে হার্দিককে সম্বোধন করল পাঁচবারের চ্যাম্পিয়নরা। হার্দিক যে আসন্ন আইপিএলে দলের তুরুপের তাস হতে চলেছেন, সেটাও স্পষ্ট করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
View this post on Instagram
গত আইপিএলে রোহিত শর্মাকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হয়েছিল। যদিও প্রবল সমালোচনার শিকার হয়েছিলেন হার্দিক। মাঠেও তিনি ব্যর্থ হন। আইপিএলের পয়েন্ট টেবিলে মুখ থুবড়ে পড়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এবার হার্দিকের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর পালা তাদের। রোহিত শর্মা, যুশপ্রীত বুমরাদের সঙ্গে মিলেই দলের হৃত সম্মান ফেরানোর জন্য মরিয়া থাকবেন বঢোদরার পেসার অলরাউন্ডার, বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: কবে অবসরের পরিকল্পনা রয়েছে রোহিত শর্মার? জানিয়ে দিলেন ছোটবেলার কোচ




















