IPL 2025: সানরাইজার্সের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি
Hyderabad Cricket Association: ভিজিলেন্স ও এনফোর্সমেন্ট বিভাগের টিকিট সংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্ত করে সরকারকে যে রিপোর্ট পেশ করেছে, তার জেরেই গ্রেফতার হয়েছেন জগন মোহন রাও।

হায়দরাবাদ: হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Hyderabad Cricket Association) সভাপতি গ্রেফতার! বুধবার, ৯ জুলাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CID) জগন মোহন রাওকে (Jagan Mohan Rao) গ্রেফতার করে। আইপিএলের টিকিট সংক্রান্ত তছরুপের মামলায় হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে।
ভিজিলেন্স ও এনফোর্সমেন্ট বিভাগের টিকিট সংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্ত করে তেলেঙ্গানা সরকারকে যে রিপোর্ট পেশ করেছে, তার জেরেই গ্রেফতার হয়েছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান। এবারের আইপিএল চলাকালীনই তাঁর বিরুদ্ধে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ একাধিক গুরুতর অভিযোগ করেছিল।
রিপোর্ট অনুযায়ী সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির তরফে হায়দরাবাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কর্পারেট বক্স ও কমপ্লিমেন্টারি টিকিট আদায়ের জন্য় ভয় দেখানো, টিকিট নিয়ে জবরদস্তি, এমনকী ব্ল্যাকমেল করার মতো গুরুতর অভিযোগ আনা হয়। রিপোর্ট অনুযায়ী তদন্তকারী সংস্থা সেই অভিযোগগুলিকে বৈধ বলে ধার্য করে সরকারকে রিপোর্ট জমা দেওয়ার পরেই এইচসিএ সভাপতি গ্রেফতার হন।
সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির তরফে অভিযোগ করা হয়েছিল ২৭ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজীব গাঁধী স্টেডিয়ামে প্যাট কামিন্সদের দলের ম্যাচের কয়েক ঘণ্টা আগেই রাও কর্পারেট বক্সে তালা লাগিয়ে আরও ২০টি কমপ্লিমেন্টারি টিকিট দাবি করেন। রাওয়ের এই দাবি বিসিসিআই, সানরাইজার্স ও হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে ত্রিমুখী চুক্তি থাকে, তার পরিপন্থী বলেই অভিযোগ করা হয়। এই চুক্তি অনুযায়ী স্টেডিয়াম টিকিটের ১০ শতাংশ (রাজীব গাঁধী স্টেডিয়ামের ক্ষেত্রে ৩৯০০) আয়োজক ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়। তবে রাও তার থেকেও অধিক টিকিট দাবি করায় যত সমস্যার সৃষ্টি হয়।
এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন সভাপতি তথা ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)। গোটা ঘটনায় তিনি হতাশ বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন আজহার। তিনি বলেন, 'হায়দরাবাদের ক্রিকেট অ্যাসোসিয়েশনের অন্দরে যে দুর্নীতি হচ্ছে এবং এই আইপিএল টিকিট তছরুপের অভিযোগে আমি উদ্বিগ্ন। এইচসিএ-র বর্তমান আধিকারিকরা নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন এবং এর শাস্তিও ওদেরই পেতে হবে।'
I am deeply disturbed by the ongoing IPL ticket scam and rampant corruption within the Hyderabad Cricket Association. The current HCA body has failed its duty and must be held accountable.
— Mohammed Azharuddin (@azharflicks) July 9, 2025
I urge immediate action, a thorough investigation, and the disbandment of the current HCA…
এই জল শেষমেশ কতদূর গড়ায় এখন সেটাই দেখার বিষয়।




















