KKR vs RR Playing XI: মরণ-বাঁচন ম্যাচের দলে বিরাট চমক কেকেআরের, বাদ দেওয়া হল তারকা ক্রিকেটারকে
IPL 2025: রবিবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে টস করতে গেলেন সেই অজিঙ্ক রাহানেই। কেকেআরের ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করে।

সন্দীপ সরকার, কলকাতা: রবিবারের ইডেন গার্ডেন্সে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (KKR vs RR) ম্যাচে সবচেয়ে বেশি আগ্রহ ছিল তাঁকে ঘিরে। ডানহাতের আঙুলে চোট পেয়ে নেটে ব্যাটিং করতে পারছিলেন না। এমনকী, মরণ-বাঁচন ম্যাচের আগের দিনও নেটে কয়েকটি থ্রো ডাউন নিয়ে বেরিয়ে যান। জোর গুঞ্জন ছিল, রবিবার ইডেনে আদৌ খেলবেন তো তিনি?
তবে রবিবার কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে টস করতে গেলেন সেই অজিঙ্ক রাহানেই। কেকেআরের ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন রাহানে। যাতে বিপক্ষের সামনে বড় রানের টার্গেট দেওয়া যায়।
যদিও দল গঠনে বড় চমক দিয়েছে কেকেআর। প্রথম একাদশ থেকে ছেঁটে ফেলেছে রোভম্যান পাওয়েলকে। যা নিয়ে চর্চাও চলছে জোর। কারণ, শনিবার সাংবাদিক বৈঠকে কেকেআরের পক্ষ থেকে হাজির করা হয়েছিল রোভম্যানকেই। ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগেও সাংবাদিক বৈঠকে পাঠানো হয়েছিল যাঁকে, সেই মঈন আলিকে বাদ দেওয়া হয়েছিল। প্রতিপক্ষকে চমক দেওয়ার জন্য নাইটদের নতুন কৌশল?
Smart bowling from Yudhvir Singh 🫡
— IndianPremierLeague (@IPL) May 4, 2025
He gets Sunil Narine with an off-cutter ☝️#KKR 17/1 after 3 overs.
Updates ▶ https://t.co/wg00ni9CQE#TATAIPL | #KKRvRR pic.twitter.com/TMqIuZZAO4
কলকাতা নাইট রাইডার্সের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারাইন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃষ রঘুবংশী, মঈন আলি, বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, রামনদীপ সিংহ, বরুণ চক্রবর্তী ও বৈভব অরোরা।
ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা
মণীশ পাণ্ডে, হর্ষিত রানা, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল ও লুভনিথ সিসোদিয়া
রাজস্থান রয়্যালসের একাদশ
যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ (অধিনায়ক), কুণাল সিংহ রাঠৌর, ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ তিকশানা, যুধবীর সিংহ চারক ও আকাশ মাধওয়াল।
ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকা
কুমার কার্তিকেয়, শুভম দুবে, তুষার দেশপাণ্ডে, কেনা মাফাকা ও অশোক শর্মা
আগের ম্যাচের দলে দুটি পরিবর্তন করেছে কেকেআর। রোভম্যান পাওয়েলের পরিবর্তে খেলানো হচ্ছে মঈন আলিকে। যার অর্থ, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীর সঙ্গে মঈন - তিন স্পিনার খেলানো হচ্ছে। সঙ্গে ফেরানো হয়েছে রামনদীপ সিংহকে। অনুকূল রায়ের পরিবর্তে। টসের পর রাহানে বলেন, 'উইকেট শুকনো মনে হচ্ছে। জানি না দ্বিতীয় ইনিংসে মন্থর হয়ে যাবে কি না। আমরা বোর্ডে বড় রান তুলে সেটা রক্ষা করতে চাই। সহজ সরল ক্রিকেট খেলতে চাই। একটা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি।'




















