RCB vs DC: 'এটা আমার ঘরের মাঠ', আরসিবির বিরুদ্ধে ব্য়াট হাতে দাদাগিরির পর সদর্পে ঘোষণা কেএল রাহুলের
KL Rahul: আরসিবির বিরুদ্ধে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন কেএল রাহুল।

বেঙ্গালুরু: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, এবারের আইপিএল (IPL 2025) টুর্নামেন্টের দুই ইনফর্ম দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস (RCB vs DC) একে অপরের মুখোমুখি হয়েছিল। মাঠটা ছিল আরসিবির কিন্তু সেই মাঠে প্রতিপক্ষের হয়ে দাপট দেখালেন 'হোম টাউন বয়' কেএল রাহুল (KL Rahul)। তাঁর ব্যাটে ভর করেই হেসেখেলে নিজেদের অপরাজিত দৌড় বজায় রাখল দিল্লি ক্যাপিটালস। ম্যাচ সেরাও নির্বাচিত হন রাহুল।
এ মরশুমের আগে তাঁর টি-টোয়েন্টি ফর্ম্যাটে পারফরম্যান্স নিয়ে বেশ প্রশ্নচিহ্ন উঠেছিল। ভারতীয় টি-টোয়েন্টি দল থেকেও তিনি বাদ পড়েছিলেন। সেই কারণেই বাড়তি উদ্যম নিয়ে হয়তো এবারের আইপিএলে মাঠে নেমেছেন রাহুল। বৃহস্পতিবার ম্যাচ জিতিয়ে অরাহুলচিত ভঙ্গিমায় যেন তিনি বুঝিয়ে দিলেন, মাটি তাঁর, মাঠ তাঁর, শাসনও তিনিই করবেন। তিনি শাসনই করলেন বটে। রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে ৫৩ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন রাহুল। তাঁকে ম্যাচের পর বলতে শোনা যায়, 'আমার ক্যাচ পরায় খানিকটা সৌভাগ্যবানই ছিলাম। এটা আমার মাঠ, আমার ঘর। বাকি সবার থেকে এই মাঠের বিষয়ে আমি বেশি ভালভাবে চিনি। এখানে খেলা দারুণ উপভোগ করেছি।'
𝗞𝗟assy. 𝗞𝗟inical. 𝗞𝗟utch 💥
— IndianPremierLeague (@IPL) April 10, 2025
KL Rahul wins the Player of the Match award for guiding #DC home with a stunning 9⃣3⃣* 🙌
Scorecard ▶ https://t.co/h5Vb7spAOE#TATAIPL | #RCBvDC | @DelhiCapitals | @klrahul pic.twitter.com/PFie6BHeBf
রাহুল জানান তিনি আরসিবি ইনিংসে ২০ ওভার উইকেটের পিছনে সবটা পর্যবেক্ষণ করেছিলেন। সেই কারণেই পিচটা বুঝতে তাঁর আরও বেশি সুবিধা হয়েছে বলে মত তাঁর। 'উইকেটটা খানিকটা কঠিনই ছিল। তবে উইকেটের পিছনে ২০ ওভার থাকাটা আমায় সাহায্য করেছে। পিচটা কেমন খেলছে, না খেলছে বুঝতে পেরেছি। সেখান থেকেই বুঝি যে বল খানিকটা থেমে আসছে। তবে সেটা গোটা ম্যাচ জুড়েই বজায় ছিল। আর আমি কী শট খেলতে পারি না পারি তা তো জানি। শুরুটা তাই ভাল করে তারপর সেখান থেকে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য়ে ছিলাম। বড় ছক্কা হাঁকাতে হল কোন দিকে, কী শট মারতে হবে সেটা জানতাম। কিপিং করায় বাকি ব্যাটাররা কেমন খেলছে, কী ভাবে আউট হচ্ছেস সেটা বুঝতে পারি।' জানান রাহুল।
এই জয়ের ফলে নিজেদের আইপিএল ইতিহাসে প্রথমবার নিজেদের প্রথম চার ম্যাচে চারটিতেই জয় পেল দিল্লি ক্যাপিটালস। তবে তারা লিগ তালিকায় কিন্তু দ্বিতীয় স্থানেই রয়েছে। অপরদিকে, আরসিবি হারলেও তারাও তৃতীয় স্থানে রয়েছে।




















