IPL 2025: কেকেআর স্পিনারকে দেখে বোলিং শুরু, ম্যাচ জেতালেন পন্থদের, আইপিএলের আকাশে এক নতুন তারার উদয়
LSG vs MI: শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের (LSG vs MI) বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন ২৫ বছরের দিগ্বেশ । ম্যাচের সেরাও হয়েছেন লেগস্পিনার ।

লখনউ: গত বছর দিল্লি প্রিমিয়ার লিগে সাউথ দিল্লি সুপারস্টার্সের জার্সিতে দুরন্ত পারফর্ম করেন । টুর্নামেন্টে রানার আপ হয়েছিল সাউথ দিল্লি সুপারস্টার্স । সেখান থেকেই আইপিএল (IPL 2024) স্কাউটদের নজরে পড়ে যান দিগ্বেশ সিংহ রাঠি (Digvesh Singh Rathi) ।
শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের (LSG vs MI) বিরুদ্ধে বল হাতে জ্বলে উঠলেন ২৫ বছরের দিগ্বেশ । ম্যাচের সেরাও হয়েছেন লেগস্পিনার । ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে এক উইকেট । তাঁর ২৪ বলেই মুম্বই ইন্ডিয়ান্সের রান তাড়া করে জয়ের স্বপ্ন ধাক্কা খায় ।
দিগ্বেশ ইংরেজি জানেন না । ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় সঞ্চালক ইয়ান বিশপ তাঁকে প্রশ্ন করলে তাঁর হয়ে দোভাষীর কাজ করেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ । অধিনায়কের মাধ্যমেই দিগ্বেশ জানান যে, কলকাতা নাইট রাইডার্সের বিস্ময় স্পিনার সুনীল নারাইনকে দেখে তাঁর বোলিং শুরু ।
দোভাষী পন্থের মাধ্যমে দিগ্বেশ বলেন, 'আমি এই পুরস্কার সত্যিই উপভোগ করছি । আমি উইকেট তুলতে পছন্দ করি । আমি সুনীল নারাইনকে বল করতে দেখেছি আর তা দেখেই বোলিং শুরু করি । আমি আরও আগ্রাসী বোলিং করতে চাই । নারাইনের মতো হতে চাই । চাপের মুখেও যেভাবে শান্ত সংযত থাকে নারাইন, সেটা শিখতে চাই ।'
A spell of the highest authority 🫡
— IndianPremierLeague (@IPL) April 4, 2025
Digvesh Singh's economical effort in a high-scoring game gets him a well-deserved Player of the Match award! 🔥
Scorecard ▶️ https://t.co/HHS1Gsb3Wz#TATAIPL | #LSGvMI | @LucknowIPL pic.twitter.com/uH4s0GjFQ8
নমন ধীরের উইকেট তুলে মুম্বইয়ের রান তাড়া করার পথে কাঁটা বিছিয়ে দেন দিগ্বেশ । গোটা ইনিংসে আর সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স । দিগ্বেশ বলছেন, 'নমন ধীরের উইকেট তোলার আগেই আমি ঋষভ পন্থের সঙ্গে কথা বলেছিলাম । আমি মিড উইকেটে ফিল্ডার চেয়েছিলাম । কিন্তু সেটা ছিল না । সেখান দিয়েই ধীর খেলতে গিয়েছিল এবং আউট হয় ।'
শুক্রবার নমনকে ফিরিয়ে ফের নোটবুকে নাম লিখে রাখার ভঙ্গিতে সেলিব্রেট করেন দিগ্বেশ। ইতিমধ্যেই যে ভঙ্গিতে সেলিব্রেশন করে আইপিএলে (IPL 2025) শিরোনামে উঠে এসেছিলেন। পাঞ্জাব কিংস ম্যাচে নোটবুক সেলিব্রেশন করে। পাঞ্জাব কিংসের ব্যাটার প্রিয়াংশ আর্যকে আউট করে এমন সেলিব্রেট করেন যে, লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারের মোটা জরিমানা হয়েছিল!




















