MI vs GT: এক জয়ই পৌঁছে দেবে প্লে-অফের দোরগোড়ায়, তবে মুম্বই বনাম গুজরাতের লড়াইয়ে ইতিহাস কার পক্ষে?
IPL 2025: আপাতত গুজরাত ও মুম্বই, উভয় দলের দখলেই ১৪ পয়েন্ট রয়েছে। তবে নেট রান রেটের সুবাদে মুম্বই ইন্ডিয়ান্স আপাতত তিন ও গুজরাত টাইটান্স চারে রয়েছে।

মুম্বই: দুই দলই সাত ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় বেশ ভাল জায়গায় রয়েছে। আজকের ম্যাচে জয় মানেই আট ম্যাচ জিতে এবারের আইপিএলের (IPL 2025) প্লে-অফের পথে অনেকটা এগিয়ে যাওয়া। আজ সেই লক্ষ্যেই মাঠে নামবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স (MI vs GT)। বিগত চার ম্যাচে তিনটি জয়ে গুজরাত বেশ ভাল ছন্দে রয়েছে। অপরদিকে, মুম্বই ইন্ডিয়ান্স তো নাগাড়ে ছয় ম্যাচ জিতেছে। উপরন্তু, আজকের ম্যাচে জয় মানে ১৬ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে পৌঁছনোর সুযোগও বটে। তাই ওয়াংখেড়েতে হাড্ডাহাড্ডি এক ম্যাচের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে।
আজ আইপিএলে কোন দুটো দল মুখোমুখি হবে?
আইপিএলে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত টাইটান্সের ২২ গজের লড়াই দেখা যাবে।
কোথায় খেলা হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের দ্বৈরথ?
মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজকের ম্যাচটি আয়োজিত হবে।
কখন শুরু হবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের লড়াই?
৬ মে, মঙ্গলবার খেলা শুরু হবে সন্ধে ৭.৩০ টায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাতটায়।
কোথায় দেখবেন মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ?
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচটি দেখতে পাওয়া যাবে জিও স্টার নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও স্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ।
হেড-টু-হেড
মুম্বই বনাম গুজরাতের মুখোমুখি লড়াইয়ে কিন্তু পাল্লা গুজরাত টাইটান্সেরই ভারি। দুই দল মোট ছয় বার একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স দুইবার জয় পেয়েছে এবং গুজরাত টাইটান্স জিতেছে চারবার। তবে মুম্বইয়ের দুই জয়ের একটি এসেছে আজকের ভেন্যু ওয়াংখেড়েতে। দুই দল এর আগে এই মাঠে একবারই মুখোমুখি হয়েছে যেখানে পল্টনরাই জয়ের হাসি হেসেছে।
পিচ ও পরিবেশ
ওয়াংখেড়ের পিচে এবারে বেশ কিছু তুলনামূলক লো স্কোরিং ম্যাচ দেখা গেলেও, লাল মাটির পিচে বল ব্যাটে ভাল আসে সচরাচর অনেক রানও উঠে। তবে লাল মাটির পিচে বল হালকা রিভার্স স্যুইং হতে পারে এবং স্পিনাররাও খানিক সাহায্য পেতে পারেন। রাতে শিশির পড়ার সম্ভাবনা থাকায় টস জিতে অধিনায়ক প্রথমে বোলিংয়েরই সিদ্ধান্ত নিতে পারেন।
অপরদিকে AccuWeather-র রিপোর্ট অনুযায়ী, আজকে ম্যাচের শুরুতে মায়ানগরীর তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে ম্যাচ গড়ালে রাতের দিকে তা আরও একটু কমতে পারে। ম্যাচের সময় বাতাসে ২৫ থেকে ৪১ শতাংশ আর্দ্রতা থাকবে। আকাশ মেঘলাই থাকার পূর্বাভাস রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।




















