MI vs PBKS Innings Highlights: চাপ সামলে ঝোড়ো হাফসেঞ্চুরি সূর্যকুমারের, কত রানের লক্ষ্য শ্রেয়স আইয়ারদের সামনে?
IPL 2025: আর সেই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব। যিনি চলতি আইপিএলে রয়েছেন দুরন্ত ফর্মে। ভারতের টি-২০ দলের অধিনায়ক রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়েও। সোমবার চাপের মুখে হাফসেঞ্চুরি করলেন।

জয়পুর: দুই দলই প্লে অফে জায়গা পাকা করে ফেলেছে। এক দল পাঁচবারের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন। অন্য দল ১১ বছর পর প্লে অফে উঠেছে। সোমবার আইপিএলে মুখোমুখি সেই মুম্বই ইন্ডিয়ান্স ও পঞ্জাব কিংস (MI vs PBKS)। নিয়মরক্ষার ম্যাচ হলেও, দুই দলের কাছেই এই দ্বৈরথের গুরুত্ব অপরিসীম।
কারণ, এই ম্যাচের ওপর দাঁড়িয়ে রয়েছে পয়েন্ট টেবিলের ভাগ্য। পঞ্জাব কিংস জিতলে, পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে শ্রেয়স আইয়াররা কোয়ালিফায়ার ওয়ানে খেলবেন। যার অর্থ, সেই ম্যাচ জিতলেই ফাইনালে ওঠার টিকিট। হারলেও পাওয়া যাবে ফাইনালে ওঠার আরও একটি সুযোগ। ম্যাচ জিতলে প্রথম দুইয়ে শেষ করার সম্ভাবনা থাকবে মুম্বই ইন্ডিয়ান্সেরও।
আর সেই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন সূর্যকুমার যাদব। যিনি চলতি আইপিএলে রয়েছেন দুরন্ত ফর্মে। ভারতের টি-২০ দলের অধিনায়ক রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়েও। সোমবার চাপের মুখে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন স্কাই।
টস জিতে জয়পুরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের শুরুটা ঝোড়ো গতিতে হয়নি। বরং দুই ওপেনার - রোহিত শর্মা ও রায়ান রিকেলটন একটু সতর্কই ছিলেন। ভাল বল করছিলেন পঞ্জাবের বোলাররাও। রিকেলটন ২০ বলে ২৭ ও রোহিত ২১ বলে ২৪ রান করেন। রান পাননি তিলক বর্মা ও উইল জ্যাকসও। ১২.৩ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ছিল ১০৬/৪, সকলেই ধরে নিয়েছিলেন যে, ১৬০-১৭০ রানে আটকে যাবে মুম্বই।
সেখান থেকেই খেলা ঘোরালেন সূর্যকুমার। শুরুতে সতর্ক থেকে ব্যাটিং করলেন। তারপর ধরলেন স্বমূর্তি। পঞ্চম উইকেটে অধিনায়ক হার্দিক পাণ্ড্যর সঙ্গে ২৩ বলে ৪৪ রানের পার্টনারশিপ গড়লেন। হার্দিক ১৫ বলে ২৬ করে আউট হন। তবে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন স্কাই। শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৭ করলেন তিনি।
Naman Dhir with another class finishing act 🚀
— IndianPremierLeague (@IPL) May 26, 2025
🎥 Watch as he launched back-to-back maximums against Vijaykumar Vyshak during his cameo 💪
Updates ▶ https://t.co/Dsw52HOtga#TATAIPL | #PBKSvMI | @mipaltan pic.twitter.com/dJsifGVtCV
শেষ দিকে চালিয়ে খেলে ১২ বলে ২০ রান নমন ধীরের। দারুণ বল করছিলেন বিজয়কুমার বৈশাখ। প্রথম ৩ ওভারে মাত্র ২১ রান খরচ করেছিলেন। তবে ১৯তম ওভারে বল করতে এসে খরচ করলেন ২৩ রান। সব মিলিয়ে ৪ ওভারে ৪৪। ২০ ওভারে ১৮৪/৭ তুলল মুম্বই। ম্যাচ জিততে গেলে ১৮৫ রান তুলতে হবে পঞ্জাব কিংসকে।




















