IPL 2025: কলকাতায় এসেও মেয়ের সঙ্গে দেখা করলেন না মহম্মদ শামি! বিস্ফোরক অভিযোগ স্ত্রী হাসিনের
Mohammed Shami: বুধবার সন্ধ্যায় ইডেনে যখন কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলছে, তখনই হাসিন অভিযোগ করেন যে, কলকাতায় এসেও মেয়ের সঙ্গে দেখা করেননি শামি!

কলকাতা: সোমবার তিনি কলকাতায় এসেছিলেন। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) পুরোদমে অনুশীলনও করেন। বুধবার অবশ্য বিশ্রাম নিয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের ঐচ্ছিক প্র্যাক্টিসে তিনি গরহাজির ছিলেন। বৃহস্পতিবার সরাসরি নামলেন মাঠে।
মহম্মদ শামি (Mohammed Shami)। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন। যে মাঠে খেলে জাতীয় স্তরে, পরে আন্তর্জাতিক মঞ্চেও প্রতিষ্ঠা পেয়েছেন ডানহাতি পেসার, প্রিয় সেই ইডেন গার্ডেন্সে নামার দিনই তাঁর দিকে ধেয়ে এল হুক-পুল-কাট শটের মতো চাঁচাছোলা আক্রমণ।
না, প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের (KKR vs SRH) কোনও ব্যাটার তাঁকে আক্রমণ করেননি। বল হাতেও ভাল পারফর্ম করেন শামি। ৪ ওভারে মাত্র ২৯ রান খরচ করে ১ উইকেট নেন। যে ম্যাচে ২০০ তুলেছে কেকেআর, সেখানে ওভার প্রতি মাত্র ৭.২৫ রান করে খরচ করেন ডানহাতি ফাস্টবোলার। টি-২০ ক্রিকেটে যা বেশ প্রশংসনীয় পারফরম্যান্স।
তা হলে শামিকে আক্রমণ করলেন কে?
তাঁর স্ত্রী হাসিন জাহান। যাঁর সঙ্গে শামির বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। শামির নামে যিনি একাধিক মামলা করেছিলেন। আপাতত তিনি শামির কলকাতার বাড়িতেই থাকেন মেয়ে আইরাকে নিয়ে। শামি কলকাতায় বাসস্থান ছেড়েছেন। অবসর সময়ে উত্তর প্রদেশের আমরোহায় নিজের ফার্মহাউসেই থাকেন তারকা ক্রিকেটার।
বুধবার সন্ধ্যায় ইডেনে যখন কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলছে, তখনই হাসিন অভিযোগ করেন যে, কলকাতায় এসেও মেয়ের সঙ্গে দেখা করেননি শামি! যে অভিযোগের কথা জানাজানি হতেই বেশ হইচই পড়ে যায়।
কয়েক মাস আগেই ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে ও সিএবি-র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য পরপর দু'বার কলকাতায় এসেছিলেন শামি। ভারত-ইংল্যান্ড ওয়ান ডে ম্যাচ খেলতেও শহরে এসেছিলেন। মেয়ের সঙ্গে সই সময় দেখা করেছিলেন শামি। মেয়ের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন।
কিন্তু হাসিন জাহানের অভিযোগ, 'শামি এবার কলকাতায় এসেও মেয়ে আইরার সঙ্গে দেখা করল না। আগেরবারও ও দেখা করত না। নেহাত কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি নিদান দিয়েছিলেন, তাই বেবোর (আইরার ডাকনাম) সঙ্গে দেখা করতে বাধ্য হয়েছিল। এবার শহরে থেকেও মেয়ের সঙ্গে দেখা না করায় সকলেই হতবাক।'
যদিও এ নিয়ে শামি কোনও প্রতিক্রিয়া দেননি। আইপিএল চলছে বলে ক্রিকেটারদের ওপর অনেক বিধিনিষেধ থাকে। যে কারণে যখন তখন কথাবার্তা বলতে পারেন না ক্রিকেটারেরা। হাসিনের অভিযোগ কানে গেলে শামি কী বলেন, দেখার অপেক্ষায় অনেকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
