IPL 2025: আইপিএল ২০২৫-র আগেই বিরাট বদল ঘটাতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি!
MS Dhoni: আইপিএল শুরুর আগে নিজের ফিটনেস ধরে রাখার লক্ষ্যে ইতিমধ্যেই ধোনি রাঁচিতে অনুশীলন শুরু করে দিয়েছেন বলে খবর।

নয়াদিল্লি: আইপিএলের মহারণ (IPL 2025) শুরু হতে এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তবে ইতিমধ্যেই ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। জল্পনা-কল্পনা থাকলেও, এবারের আইপিএলেও কিন্তু হলুদ জার্সি পরে মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তবে মরশুম শুরুর আগেই ধোনি নাকি নিজের ব্যাটিংয়ের কথা মাথায় রেখে একটি বড় বদল ঘটানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
দীর্ঘদিন হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি। এ মরশুমে সেই সুবাদেই তাঁকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে রিটেন করেছে চেন্নাই সুপার কিংস (CSK)। মাহি বর্তমানে আইপিএল বাদে আর কোনওরম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন না। নিজের ফিটনেস ধরে রাখার জন্য ধোনি ইতিমধ্যেই রাঁচিতে অনুশীলন করা শুরু করে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। প্রতিবারের মতো এবারেও হলুদ ব্রিগডের প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে তাঁকে দেখা যাবে বলেই ধারণা।
তবে মরশুম শুরুর আগে চোটআঘাতে জর্জরিত, চল্লিশোর্ধ্ব ধোনি নাকি নিজের ব্যাটের ওজন কমাতে চলেছেন। রিপোর্ট অনুযায়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা আইপিএলের সফলতম অধিনায়ক এ মরশুমের জন্য নিজের ব্যাটের ওজন অন্তত ১০ থেকে ২০ গ্রাম কমাচ্ছেন। অতীতে নিজের সেরা সময়ে ধোনি অত্যন্ত ভারী ব্যাটের ব্যবহার করতেন। তবে তার ওজন এবার কমতে চলেছে। এক সূত্র দাবি করেছেন ধোনিকে এ বারের আইপিএল মরশুমের জন্য মেরঠ থেকে যে ব্যাট সরবরাহ করা হচ্ছে তার ওজন ১২৩০ গ্রাম রাখা হয়েছে। এবার দেখার হালকা ব্যাটে মাহি প্রতিপক্ষের ওপর ভারী প্রহার করতে পারেন কি না।
প্রসঙ্গত, এবারের মরশুম শুরুর আগেই কিন্তু সিএসকে দলে এক আরসিবি প্রাক্তনী যোগ দিলেন। তাঁর নাম আর শ্রীরাম (R Sriram)। একদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের সদস্য। আন্তর্জাতিক ক্রিকেট দেখেন এমন দর্শকদের কাছে শ্রীরাম পরিচিত নাম। অতীতে অস্ট্রেলিয়া, বাংলাদেশের মতো দলগুলির সঙ্গে কাজ করেছেন শ্রীরাম। আইপিএলে আরসিবির স্পিন বোলিং এবং ব্যাটিং কোচের যুগ্ম দায়িত্ব পালন করেছেন তিনি। আরসিবির হয়ে ২০০৯ মরশুমে আইপিএলে খেলেওছেন। সেই শ্রীরামই এবার সিএসকের সহকারী বোলিং কোচ হিসাবে যোগ দিলেন। সোমবার, ২৪ ফেব্রুয়ারি সিএসকের তরফে এক বিবৃতিতে শ্রীরামের নিয়োগের কথা জানানো হয়।
আরও পড়ুন: গুরু-শিষ্যের দ্বৈরথ দিয়ে শুরু IPL 2025, RCB অধিনায়ক পাতিদারকে হুঁশিয়ারি KKR কোচ পণ্ডিতের




















