MS Dhoni: প্র্যাক্টিস এড়িয়ে গেলেও শহরে ধোনি-উন্মাদনা তুঙ্গে, ক্যাপ্টেন কুলই কলকাতার সবচেয়ে বড় কাঁটা
IPL 2025: চেন্নাই সুপার কিংসের টিমবাস ইডেনের সামনে এসে দাঁড়ানো ইস্তক প্রবল ভিড়। ধোনির নামে জয়োধ্বনি। কিন্তু ধোনি মাঠেই এলেন না।

সন্দীপ সরকার, কলকাতা: ইডেন গার্ডেন্সের (Eden Gardens) সামনে গোষ্ঠ পাল সরণি লাগোয়া জায়গায় সুন্দর বাগান করা আছে। টবে পাতাবাহারি গাছ, মরশুমি ফুলের গাছ, বোগেনভেলিয়ার বাহার।
মঙ্গলবার সন্ধ্যায় ঘড়িতে তখন প্রায় পৌনে ছ'টা। আচমকা দেখা গেল, বেশ কয়েকটি টব ভেঙে পড়ে রয়েছে। বাগান এলোমেলো। কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে বটে। তবে ঝড়-বৃষ্টি তো হয়নি! তাহলে সাজানো বাগানের এরকম দশা কেন?
বিভ্রান্তি কাটবে স্টেডিয়ামের বাইরে দাঁড়ানো জনতার স্লোগান শুনলে। 'ধোনি, ধোনি, ধোনি...'। কান পাতা দায়। বুধবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের সামনে চেন্নাই সুপার কিংস। এক দলের কাছে প্লে অফ স্বপ্ন জিইয়ে রাখতে মরণ-বাঁচন ম্যাচ। অন্য দল প্লে অফের দৌড়ের বাইরে।
ক্রিকেটপ্রেমীদের অবশ্য পয়েন্ট টেবিলের অঙ্ক নিয়ে ভাবতে বয়ে গিয়েছে। তাঁরা একজনকে দেখই উন্মুখ। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। তাঁকে দেখার জন্যই মাঠের সামনে মঙ্গলবার বাঁধভাঙা ভিড়। উন্মাদনা তুঙ্গে। ধোনি-দর্শনের ভিড়ের চাপেই ভেঙেছে বাগান।
তবে সোমবারের পর মঙ্গলবারও প্র্যাক্টিস এড়িয়ে গেলেন ক্যাপ্টেন কুল। চেন্নাই সুপার কিংসের টিমবাস ইডেনের সামনে এসে দাঁড়ানো ইস্তক প্রবল ভিড়। ধোনির নামে জয়োধ্বনি। কিন্তু ধোনি মাঠেই এলেন না।
নিজের ইচ্ছায় নেতৃত্ব ছেড়েছিলেন। কিন্তু ফের অধিনায়কত্ব সামলাতে হচ্ছে। রুতুরাজ গায়কোয়াড় চোট পেয়ে ছিটকে যাওয়ায় ধোনির হাতেই ফের উঠেছে নেতৃত্বের ব্যাটন। মাঝ মরশুমে নেতৃত্বের দায়িত্ব পেয়ে কীভাবে সামলাচ্ছেন ধোনি? চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ এরিক সিমন্স বলে গেলেন, 'ও দারুণ মানুষ। দুর্দান্ত ক্রিকেটার। ওর দক্ষতা, ম্যান ম্যানেজমেন্ট অসাধারণ। যেভাবে রুতুকে সামলেছে, দলে ওর প্রভাব অসীম। তরুণ ক্রিকেটারদের হাতে ধরে তৈরি করছে। ও অধিনায়ক থাকুক বা না থাকুক, দলে সব সময় ওর প্রভাব রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত ধোনিই নেয়। ফিল্ডিং সাজানো থেকে শুরু করে দল গঠন, সব কিছুতেই ধোনির মতামত থাকে। তবে ও কিছু চাপিয়ে দেয় না। ওর কাছে নেতৃত্বের দায়িত্ব মসৃণ একটা কাজ।'
ধোনি খেলা মানে ইডেন হোক বা চিপক, গ্যালারির রং হলুদ হয়ে যাবেই। ঘরের মাঠে খেলতে নেমে প্রতিপক্ষের জন্য গ্যালারির গর্জন সামলাবেন কী করে? কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বললেন, 'আমরা গ্যালারির আওয়াজে কান দিই না। ক্রিকেটারদের বলাই আছে, খেলায় মনোনিবেশ করো।'
ধোনি-ফ্যাক্টর থেকে বেরনোর প্রাণপন প্রচেষ্টা। প্র্যাক্টিসে না থেকেও যেন দুই দলের কৌশলের সবটা জুড়েই রইলেন মাহি। বুধবার শুধু শো শুরুর অপেক্ষা।




















