DC vs MI: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগেই মুম্বই সমর্থকদের উদ্বেগ বাড়ালেন রোহিত শর্মা
Rohit Sharma: সন্ধেবেলা ব্যাটিং অনুশীলনে নেমে রোহিত টুকটাক খেলেন এবং মূলত থ্রো ডাউনই খেলেন।

নয়াদিল্লি: আজ দেশের রাজধানীতে দুই মহানগরীর ফ্র্যাঞ্চাইজির লড়াই। আইপিএলে (IPL 2025) আজকের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স (Delhi Capitals vs Mumbai Indians)। ঘরোয়া ক্রিকেটে বিশেষত রঞ্জি ট্রফিতে দিল্লি ও মুম্বইয়ের লড়াই বেশ বিখ্যাত। আইপিএলেও কিন্তু পরিসংখ্যানের দিক থেকে লড়াইটা বরাবরই হাড্ডাহাড্ডি হয়েছে। ৩৫ ম্যাচে দিল্লি ১৬টি ম্যাচ জিতেছে আর মুম্বই জিতেছে ১৯টি ম্যাচ। আজও এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় সকলে। কিন্তু এই ম্যাচের আগেই মুম্বই শিবিরে উদ্বেগ।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে রোহিত শর্মার (Rohit Sharma) ডান হাঁটুতে বাঁধা। শনিবার তাঁকে ফিটনেস পরীক্ষাতেও খুব একটা স্বচ্ছল দেখায়নি। জড়তার সঙ্গে তিনি কোনওরকমে ফিটনেস পরীক্ষাগুলি দেন। পরের দিকে সন্ধেবেলা ব্যাটিং অনুশীলনে নেমে রোহিত টুকটাক খেলেন এবং মূলত থ্রো ডাউনই খেলেন। এরপরেই রোহিতের ফিটনেস নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স অনুরাগীদের মনে সংশয় তৈরি হয়েছে।
Rohit Sharma still has a problem with his knee and he is wearing a knee band for support.🥺
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) April 12, 2025
Get well soon boss we want you fully fit before England test series.👏 pic.twitter.com/s19Y6efMrF
তিনি আদৌ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন তো? লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রোহিত খেলতে পারেননি। সেই ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক জানিয়েছিলেন রোহিত হাঁটুতে চোট পাওয়ায় তিনি খেলতে পারেননি। তবে আরসিবির বিরুদ্ধে নেমেছিলেন তিনি। তাই ফের একবার হাঁটুতে এত ব্যান্ডেজের পর তিনি দিল্লির বিরুদ্ধে খেলতে পারবেন কি না, সেই নিয়ে চিন্তায় মুম্বই ভক্তরা।
আজকের ম্যাচটা যে মুম্বইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। প্রায় এক সপ্তাহ ছুটি কাটানোর পর আজ তরতাজা হয়ে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে মাঠে নামতে চলেছে হার্দিক পাণ্ড্যর দল। তবে প্রতিপক্ষ যে টুর্নামেন্টের এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দিল্লি ক্যাপিটালস।




















