IPL 2025: প্লে-অফ সুনিশ্চিত করল মুম্বই ইন্ডিয়ান্স, অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে সামিল দুই পল্টন তারকা
Mumbai Indians vs Delhi Capitals: বুধবার, ২১ মে দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্স।

মুম্বই: ওয়াংখেড়েতে আইপিএলের (IPL 2025) প্লে-অফের দৌড়ে মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals)। ম্যাচে দুরন্ত জয়ের মাধ্যমে রাজধানীর ফ্র্য়াঞ্চাইজিকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে পল্টনরা। নিজেদের ষষ্ঠ খেতাব জয়ের লক্ষ্যে একধাপ এগিয়ে গিয়েছে মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি। দলের দারুণ জয়ের দিনে কিন্তু সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটংগ্রাহক, দুই তালিকাতেই প্রথম তিনে ঢুকে পড়লেন দুই পল্টন তারকা।
কারা তাঁরা? তাঁরা হলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও ট্রেন্ট বোল্ট (Trent Boult)। বুধবার, ২১ মে দিল্লি ক্যাপিটালসকে ৫৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে বোল্ট মাত্র এক উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় উঠে এলেন। অপরদিকে, সূর্যকুমার যাদব ৭৩ রানের ম্যাচ ঘোরানো ইনিংসে দলের জয়ের ভিত গড়ে দেন। সূর্যও কিন্তু বোল্টের মতো অরেঞ্জ ক্যাপের দৌড়ে এক ধাপই এগিয়ে এলেন।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে চলতি মরশুমের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় চারে ছিলেন সূর্যকুমার যাদব। তবে দিল্লির বিরুদ্ধে মরশুম সেরা, অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে তিনি তিনে উঠে এলেন। সূর্য এ মরশুমে এখনও ৭২.৮৮ গড় ও ১৭০.৪৬ স্ট্রাইক রেটে এই রান করেছেন সূর্য। দৌড়ে প্রথম দুইয়ে থাকা দুই গুজরাত টাইটান্স ওপেনার শুভমন গিল (৬০১) ও সাই সুদর্শনের (৬১৭) থেকে খুব একটা পিছিয়ে নেই সূর্য।
অপরদিকে, ট্রেন্ট বোল্ট ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহকদের তালিকায় তৃতীয়। প্রসিদ্ধ কৃষ্ণ ও নুর আমেদ আপাতত ২১টি করে উইকেট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন।
এদিনের ম্য়াচে মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। বাকি কফিনে শেষ পেরেক পোঁতার কাজটা নিঁখুতভাবে করলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। বুমরা, স্যান্টনারদের দাপুটে বোলিং পারফরম্য়ান্সের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ। অক্ষরহীন দিল্লিকে ভরসা জোগাতে পারলেন না কেউই। শেষ পর্যন্ত ১৮১ রান তাড়া করতে নেমে ওয়াংখেড়েতে ১২১ রানেই থামল দিল্লির ইনিংস। ৫৯ রানে জিতে প্লে অফে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স, হেরে দৌড় শেষ দিল্লি ক্যাপিটালসের।
মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের মধ্য়ে এদিন মিচেল স্যান্টনার ও যশপ্রীত বুমরা দুজনেই তিনটি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, উইল জ্যাকস, কর্ণ শর্মা ও দীপক চাহার।




















