MI vs SRH Live: ব্যর্থ কামিন্সের লড়াই, জ্যাকসের দৌরাত্ম্যে সানরাইজার্সকে হারাল মুম্বই ইন্ডিয়ান্স
Mumbai Indians vs Sunrisers Hyderabad: দুই দলের ২৩ ম্যাচের মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স ১৩টি ও সানরাইজার্স হায়দরাবাদ ১০টি ম্যাচ জিতেছে।

Background
মুম্বই: দুই দলই এ মরশুমের শুরুটা ভালভাবে করতে পারেনি। লিগ তালিকায় বেশ নীচের দিকেই দুুই দল। তবে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ (Mumbai Indians vs Sunrisers Hyderabad) দুই দলই নিজেদের গত ম্যাচে জয়ের সরণিতে ফিরেছে। আজ সেই জয়ের ধারা বজায় রাখার লক্ষ্যেই নামছে দুই দল। এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষা ক্রিকেটপ্রেমীরা।
দুই দল আইপিএলের মঞ্চে ২৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের বিচারে কিন্তু কেউই খুব একটা এগিয়ে বা পিছিয়ে নেই। ২৩ ম্যাচের মধ্যে মুম্বই ১৩টি ও সানরাইজার্স ১০টি ম্যাচ জিতেছে।
ওয়াংখেড়ের পিচ মানেই ভাল বাউন্স, ভাল গতি যা ব্য়াটারদের শট খেলতে সুবিধা করে দেয়। এই ম্যাচেও তার অন্যথা হওয়ার সম্ভাবনা নেই। তবে যে পিচে আজ খেলা হবে, সেইদিক থেকে মোটামুটি সবদিকের বাউন্ডারির দূরত্বই সমান। অর্থাৎ কোনও এক বিশেষ দিকে শট মারার জন্য বা ডিফেন্ড করার জন্য দলগুলির অধিনায়কদের বাড়তি চিন্তাভাবনা করতে হবে না। এক বড় রানের ম্যাচ দেখার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে।
MI vs SRH Live Updates: অবশেষে এল জয়
জয়ের দোরগোড়ায় পৌঁছে এক গোটা ওভারে মাত্র এক রানের বিনিময়ে দুই উইকেট হারিয়ে মুম্বইয়ের জয় খানিকটা পিছিয়ে যায়। তবে অবশেষে ১৯তম ওভারে জয় পেল মুম্বই।
MI vs SRH Live Score: শেষ হয়েও হইল না শেষ
এক রান বাকি আর সেই করতে গিয়েই নাজেহাল মুম্বই ইন্ডিয়ান্স। ইশান মালিঙ্গা ১৮তম ওভারে এক রানের বিনিময়ে জোড়া উইকেট নিলেন।




















