MI vs GT Live: শেষ ওভারে দুরন্ত কোয়েৎজ়া, রুদ্ধশ্বাস ম্যাচে ৩ উইকেটে মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল গুজরাত টাইটান্স
Mumbai Indians vs Gujarat Titans: আপাতত আইপিএলের লিগ তালিকায় মুম্বই ইন্ডিয়ান্স তিন ও গুজরাত টাইটান্স চার নম্বরে রয়েছে।

Background
মুম্বই: দুই দলই সাত ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় বেশ ভাল জায়গায় রয়েছে। আজকের ম্যাচে জয় মানেই আট ম্যাচ জিতে এবারের আইপিএলের (IPL 2025) প্লে-অফের পথে অনেকটা এগিয়ে যাওয়া। আজ সেই লক্ষ্যেই মাঠে নামবে গুজরাত টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স।
বিগত চার ম্যাচে তিনটি জয়ে গুজরাত বেশ ভাল ছন্দে রয়েছে। অপরদিকে, মুম্বই ইন্ডিয়ান্স তো নাগাড়ে ছয় ম্যাচ জিতেছে। তাই ওয়াংখেড়েতে হাড্ডাহাড্ডি এক ম্যাচের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে।
মুম্বই বনাম গুজরাতের মুখোমুখি লড়াইয়ে কিন্তু পাল্লা গুজরাত টাইটান্সেরই ভারি। দুই দল মোট ছয় বার একে অপরের মুখোমুখি হয়েছে যার মধ্যে মুম্বই ইন্ডিয়ান্স দুইবার জয় পেয়েছে এবং গুজরাত টাইটান্স জিতেছে চারবার। তবে মুম্বইয়ের দুই জয়ের একটি এসেছে আজকের ভেন্যু ওয়াংখেড়েতে। দুই দল এর আগে এই মাঠে একবারই মুখোমুখি হয়েছে যেখানে পল্টনরাই জয়ের হাসি হেসেছে।
MI vs GT Live Updates: গুজরাতের জয়
নাটকীয় ম্যাচে শেষ ওভারে কোয়েৎজ়ার অনবদ্য ব্যাটিং, তিন উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জিতল গুজরাত টাইটান্স।
MI vs GT Live Updates: গুজরাতের লক্ষ্য ১৪৭
১২.৩০টায় ম্যাচ শুরু হবে। আর এক ওভারই খেলা হবে এবং সেই ওভারে জয়ের জন্য গুজরাতকে আরও ১৫ রান তুলতে হবে। অর্থাৎ জয়ের জন্য গুজরাতের নতুন লক্ষ্য ১৪৭ রান।




















