IPL 2025: আইপিএল ২০২৫ স্থগিত, দেশের উদ্দেশ রওনা দিলেন ফ্র্যাঞ্চাইজিদের বিদেশি তারকারা
Indian Premier League: গতকালই আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করার বিবৃতি দেওয়া হয়েছিল।

নয়াদিল্লি: ভারত-পাকিস্তানের সংঘর্ষের আবহে পরশুদিনই পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল হয়েছিল। গতকালই আইপিএলও (IPL 2025) স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। এরপরেই বিশেষ ট্রেনে নয়াদিল্লিতে ফেরানো হয়েছিল মিচেল স্টার্ক, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলদের। আজ থেকে একে একে বিদেশিরা নিজেদের দেশে ফিরতেও শুরু করেছেন।
আরসিবির তরফে দ্রুত ও খুব সহজে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করার জন্য বিসিসিআই এবং আধিকারিকদের ধন্যবাদ জানিয়ে বিবৃতিতে বলা হয়, 'আমাদের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা ভালভাবে বেঙ্গালুুরুতে ফিরেছেন এবং তাঁরা নিজেদের শহর এবং দেশে ফিরছেন।'
Our players and extended staff have safely returned to Bengaluru and are now homebound to their respective cities and countries. 🙌
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 10, 2025
We’re deeply grateful for the swift coordination and support from the BCCI, local authorities, and the police who made this possible. 🙏🇮🇳… pic.twitter.com/8IatIo5Wwl
লখনউয়ের অনেক ক্রিকেটারই শনিবার দেশে ফিরে গিয়েছেন। কয়েকজন ক্রিকেটার অবশ্য এদেশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স ক্রিকেটাররাও একইভাবে নিজেদের দেশ তথা শহরে ফিরে গিয়েছেন। আজই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরের ম্য়াচ খেলার কথা ছিল। সেই লক্ষ্যে হায়দরাবাদ পৌঁছেও গিয়েছিলেন নাইটরা। কেকেআরের বিদেশি ক্রিকেটাররা সেখান থেকেই দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বলে খবর।
প্রসঙ্গত, আজ বিকেল পাঁচটার পর থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা ঘোষণা করা হয়েছিল। এমন পরিস্থিতিতে এক সপ্তাহের পর স্থগিতাদেশের শেষে পুনরায় আইপিএল শুরু হবে আশা করা হচ্ছিল। কাল বিসিসিআই ও আইপিএল আধিকারিকদের এক বিশেষ আলোচনাসভায় সাক্ষাৎ করে এই বিষয়ে কথাবার্তা বলা হতে বলেও খবর ছিল। তবে বর্তমানে ফের পরিস্থিতির অবনতি হয়েছে। তাই ফের একবার আইপিএলের আয়োজন ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
আইপিএল চালু হলে Times of India-র রিপোর্ট অনুযায়ী, কলকাতা, হায়দরাবাদ, চেন্নাই ও বেঙ্গালুরু, এই চার শহরে আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হতে পারে। এই চার শহরই LOC থেকে বেশ খানিকটা দূরে, পাশাপাশি যোগযাগ এবং অন্যান্য বন্দোবস্ত করতেও এখানে তেমন কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না। তাই এই চার শহরকেই বিকল্প হিসাবে বেছে নেওয়া হতে পারে। তবে ESPNcricinfo-রিপোর্টে দাবি করা হচ্ছে ইডেন নয়, বরং দক্ষিণ ভারতের তিনটি শহরেই আইপিএলের বাকি ম্যাচ আয়োজিত হতে পারে।




















