IPL Points Table: পঞ্জাবের সিংহাসন কেড়ে নিল দিল্লি, শ্রেয়সদের হারে লাভ আরসিবি-গুজরাতের
IPL 2025: আইপিএল (IPL 2025) পয়েন্ট টেবিলে সাপ-লুডোর খেলা জমে উঠেছে। শনিবার পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস।

চেন্নাই: আইপিএল (IPL 2025) পয়েন্ট টেবিলে সাপ-লুডোর খেলা জমে উঠেছে। শনিবার পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট সহ পয়েন্ট টেবিলের সর্বোচ্চ স্থান নিজেদের দখলে রেখেছিলেন প্রীতি জিন্টার সৈন্যরা। তবে শনিবার সেই অঙ্ক পাল্টে দিল দিল্লি ক্যাপিটালস। চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। প্রথম তিন ম্যাচ জিতে অভিযান শুরু করলেন অক্ষর পটেলরা। কাটিয়ে উঠলেন চেন্নাই কাঁটাও। ১৫ বছর পর চেন্নাইয়ে গিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ জিতল দিল্লি।
পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল দিল্লি। ৩ ম্যাচে ৬ পয়েন্ট হল তাদের। অক্ষর পটেল, কে এল রাহুলদের রান রেটও ভাল। প্লাস ১.২৫৭। পঞ্জাব কিংসকে সিংহাসনচ্যুত করল দিল্লি। শনিবার সন্ধ্যায় দিল্লির জয়ের পরই পঞ্জাব পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গিয়েছিল। শনিবার রাতে রাজস্থান রয়্যালসের কাছে বড় ব্যবধানে হেরে গেল পঞ্জাব। সঞ্জু স্যামসনদের বিরুদ্ধে পঞ্জাব কিংস ৫০ রানে হেরে যাওয়ায় শ্রেয়স আইয়াররা ৪ পয়েন্টে আটকে রইল। পয়েন্ট টেবিলে চার নম্বরে নেমে গেল পঞ্জাব। তাদের নেট রান রেট দাঁড়াল +০.০৭৪।
পঞ্জাব হারায় দুইয়ে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিন ম্যাচের মধ্যে ২টি জিতে ৪ পয়েন্ট সহ আরসিবি রয়েছে পয়েন্ট টেবিলের দুইয়ে। কোহলি, রজত পাতিদারদের নেট রান রেট +১.১৪৯। চার পয়েন্ট করে পেয়েছে আরও চার দল - গুজরাত টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস। এদের মধ্যে গুজরাত একটি ম্যাচ কম খেলেছে। ৩ ম্যাচে ৪ পয়েন্ট শুভমন গিলদের। আরসিবির চেয়ে রান রেটে পিছিয়ে থাকায় তিনে গুজরাত। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচে কলকাতা নাইট রাইডার্স। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট হলেও রান রেটে সামান্য পিছিয়ে থাকায় ছয়ে রয়েছে লখনউ। শনিবার পঞ্জাব কিংসকে হারিয়ে ৪ পয়েন্ট সহ সাতে উঠে এল রাজস্থান রয়্যালস।
For his superb and well paced knock of 77(51), KL Rahul won the Player of the Match award in Match 1️⃣7️⃣ 🏆
— IndianPremierLeague (@IPL) April 5, 2025
Scorecard ▶ https://t.co/5jtlxucq9j #TATAIPL | #CSKvDC | @klrahul pic.twitter.com/bArSSBWPD9
৩টি দলের ঝুলিতে রয়েছে ২ পয়েন্ট করে। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। রান রেটে এগিয়ে থাকায় মুম্বই রয়েছে আটে। টানা তিন ম্যাচ হেরে সিএসকে ৯ নম্বরে। দশে রয়েছে গতবারের ফাইনালিস্ট এসআরএইচ।




















