RCB vs GT Match Highlights: সিরাজে শুরু, বাটলারে শেষ, আরসিবি-র ডেরায় গুজরাতের জয়ধ্বনি, বিরাট ধাক্কা কোহলিদের
IPL 2025: জয়ের হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গ হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আর সেটা হল ঘরের মাঠেই।

বেঙ্গালুরু: জয়ের হ্যাটট্রিকের স্বপ্নভঙ্গ হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। আর সেটা হল ঘরের মাঠেই। ৮ উইকেটে আরসিবি-কে হারিয়ে দিল গুজরাত টাইটান্স (RCB vs GT)। ম্যাচের প্রথমার্ধে বল হাতে নায়ক মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। দ্বিতীয়ার্ধে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে উঠলেন জস বাটলার (Jos Buttler)। ১৩ বল বাকি থাকতে মাত্র ২ উইকেটে জয়ের রান তুলে নিল গুজরাত।
টস জিতে আরসিবিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন গুজরাত টাইটান্সের অধিনায়ক শুভমন গিল। অনেকে ভেবেছিলেন, যে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রতিপক্ষকে শুরুতে ব্যাট করতে পাঠানো মানে তো কাঁধের ওপর বিরাট রানের বোঝা চাপিয়ে নেওয়া, সিদ্ধান্ত ব্যুমেরাং হবে না তো?
যদিও অন্যরকম কিছু ভেবেছিলেন গুজরাত টাইটান্সের বোলাররা। এবং অবশ্যই মহম্মদ সিরাজ। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন। আইপিএল নিলামের আগে তাঁকে রিটেন করেনি আরসিবিও। এমনকী, মেগা নিলাম থেকেও তাঁকে কেনেনি আরসিবি। গুজরাত টাইটান্স নিলাম থেকে হায়দরাবাদের পেসারকে কিনে নেয়।
সিরাজ জবাব দেওয়ার জন্য বেছে নিলেন আরসিবি ম্য়াচকেই। ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট। শিকারের তালিকায়? ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল ও লিয়াম লিভিংস্টোন। পাওয়ার প্লে-র মধ্যেই ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যায় আরসিবি। বিরাট কোহলি ব্যর্থ। মাত্র ৭ রান করে ফেরেন। তবু লিভিংস্টোনের হাফসেঞ্চুরিতে ভর করে বোর্ডে ভদ্রস্থ রান তুলেছিল আরসিবি। ১৬৯/৮ তোলেন রজত পাতিদারেরা। যদিও চিন্নাস্বামীর মতো বড় রান ওঠে এরকম মাঠে এই স্কোর যথেষ্ট কি না, তা নিয়ে সংশয় ছিলই।
তবে শুরুতেই ভুবনেশ্বর কুমার শুভমন গিলের উইকেট তুলে নেওয়ার পর একটু আশার সঞ্চার হয়েছিল আরসিবি শিবিরে। যদিও সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। সাই সুদর্শন ৩৬ বলে ৪৯ রান করেন। বাটলার ৩৯ বলে অপরাজিত ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। দুজনে দ্বিতীয় উইকেটে ৪৭ বলে ৭৫ রান যোগ করেন। সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
He brought fire 🔥
— IndianPremierLeague (@IPL) April 2, 2025
He brought aggression 💪
Mohd. Siraj is adjudged the Player of the Match for his hot-style spell 🏆
Scorecard ▶ https://t.co/teSEWkXnMj #TATAIPL | #RCBvGT | @mdsirajofficial pic.twitter.com/0qiuvvo4Gs
১৩ বল বাকি থাকতে, ১৭.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় গুজরাত। ১৮ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন শেরফান রাদারফোর্ড। চলতি আইপিএলে পরপর দু'ম্যাচে জেতার পর প্রথম পরাজয় আরসিবির।




















