LSG Captain: লখনউয়ের অধিনায়ক কে? ঠিক হয়ে গিয়েছে নাম, কয়েকদিনের মধ্যেই ঘোষণা, বিরাট আপডেট দিলেন গোয়েঙ্কা
IPL 2025: আসন্ন আইপিএলে কার হাতে উঠবে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) নেতৃত্বের ব্যাটন? এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka) দিলেন বড় তথ্য।
লখনউ: কথাবার্তা নাকি পাকা হয়েই গিয়েছে। দু'একদিনের মধ্যে হয়ে যাবে ঘোষণা।
আসন্ন আইপিএলে কার হাতে উঠবে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) নেতৃত্বের ব্যাটন? এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goenka) দিলেন বড় তথ্য। ইঙ্গিত দিলেন, তাঁর দলের অধিনায়কের নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধু ঘোষণার অপেক্ষা। যা হয়ে যেতে পারে আগামী কয়েকদিনের মধ্যে।
ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার (Akash Chopra) ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। সেখানে তিনি জানিয়েছেন যে, ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ লখনউ সুপার জায়ান্টসের পরবর্তী অধিনায়ক কে হবেন, তা ঠিক করে রেখেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সেই নাম ঘোষণা করে দেওয়া হবে।
লখনউয়ের অধিনায়ক কে হবেন? আলোচনায় মূলত দুটি নাম। এক, নিকোলাস পুরান। আইপিএলের মেগা নিলামের আগে যাঁকে ২১ কোটি টাকার বিশাল অঙ্ক দিয়ে ধরে রাখা হয়েছিল। তবে নিলামের টেবিলে রেকর্ড অঙ্কে ঋষভ পন্থকে কিনে চমক দিয়েছে লখনউ। ২৭ কোটি টাকা দিয়ে দিল্লি ক্যাপিটালসের মুঠো থেকে পন্থকে ছিনিয়ে নিয়েছে লখনউ। আইপিএল নিলামের ইতিহাসে এত টাকায় এর আগে কোনও ক্রিকেটার বিক্রি হননি। আর তারপর থেকেই মনে করা হচ্ছে, পন্থও হতে পারেন লখনউয়ের পরবর্তী অধিনায়ক। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। দিল্লি শিবির থেকে নিলামের পর এমনও বলা হয়েছিল যে, পন্থ নিজে ভারতের অধিনায়ক হিসাবে নিজেকে তৈরি করতে চান। সেই কারণে পন্থকে লখনউয়ের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রাখছেন কেউ কেউ।
গোয়েঙ্কাও কি পন্থকে অধিনায়ক করার ইঙ্গিতই দিয়েছেন। লখনউয়ের মালিক বলেছেন, সমর্থকেরা অধিনায়কের নাম জানলে অবাক হবেন না। গোয়েঙ্কা বলেছেন, 'লোকেরা এখন খুব তাড়াতাড়ি অবাক হয়ে যান। তবে আমি বিস্মিত করি না। অধিনায়কের নাম ঠিক হয়ে গিয়েছে। পরের কয়েক দিনের মধ্যেই সেটা ঘোষণা হয়ে যাবে।'
আরও পড়ুন: দশে দশ! সঙ্গে হ্যাটট্রিক! বাইশ গজে ইতিহাস তৈরি করলেন বিহারের স্পিনার
দিল্লি ক্যাপিটালস আরটিএম কার্ড ব্যবহার করতে চেয়ে পন্থের জন্য ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দর দেওয়ার পর লখনউ এক লাফে সেই দর বাড়িয়ে ২৭ কোটি করে দেয়। দিল্লি আর এগোয়নি। এক লাফে এতটা দাম বাড়ানোর নেপথ্যেও সুচিন্তিত পরিকল্পনা ছিল, জানিয়েছেন গোয়েঙ্কা। বলেছেন, 'দিল্লি শ্রেয়সের জন্য ২৬ কোটি ৫০ লক্ষ টাকা দর দিয়েছিল। তার মানে ওরা দলের এক নম্বর ক্রিকেটারের জন্য ওই বাজেটই রেখেছিল। তার ওপর দিল্লির অন্যতম মালিক পার্থ জিন্দল পন্থ অন্ত প্রাণ। তাই মনে হয়েছিল ওরা পন্থের জন্য আর একটু বেশি দর হাঁকবে। সেটা ভেবেই ওই দাম দিয়েছিলাম।'