RCB vs CSK Live: হাড্ডাহাড্ডি ম্যাচে দুই রানে জয়, সিএসকেকে হারিয়ে প্লে-অফের দোরগোড়ায় আরসিবি
Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: এ মরশুমে দুই দলের প্রথম সাক্ষাৎকারে বহুদিন পর চিপকে জিতেছিল আরসিবি। ৫০ রানে সিএসকেকে হারিয়েছিল তারা।

Background
বেঙ্গালুরু: একটা জয় মানেই এবারের আইপিএলের (IPL 2025) প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) অশ্বমেধের ঘোড়া যেভাবে ছুটে চলেছে চলতি মরশুমে, তাতে বিরাট প্রেমীরাও এবার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন যে শেষ পর্য়ন্ত হয়ত এই মরশুমেই আইপিএল ট্রফি জিততে পারেন বিরাট কোহলি। কিন্তু প্লে অফের দৌড়ে প্রবলভাবে থাকলেও টিকিট নিশ্চিত করতে হয়ত আরও কিছুটা সময় লাগবে আরসিবির। রজত পাতিদারের নেতৃত্বে ১০ ম্য়াচে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে তৃতীয় স্থানে রয়েছে। অন্য়দিকে, চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) চলতি টুর্নামেন্ট থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। তারা ৪ পয়েন্ট মাত্র ঝুলিতে পুরে এখন পয়েন্ট টেবিলের একেবারে শেষে রয়েছে।
এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দু দলের মহারণে পাল্লা ভারী কিন্তু চেন্নাইয়েরই। বিরাটের দল যেখানে মাত্র ১২ বার জয় পেয়েছে। সেখানে ধোনির নেতৃত্বে সিএসকে ২১ বার জয় ছিনিয়ে নিয়েছে। কিন্তু এবারের ছবিটা একদম আলাদা। আরসিবি শেষ দুটো সাক্ষাতে জয় ছিনয়ে নিয়েছে। তার মধ্যে রয়েছে ১২ মাস আগে দুর্দান্ত একটা জয়।
RCB vs CSK Live Updates: টানটান ম্যাচে আরসিবির জয়
নাটকীয় শেষ ওভারে একের পর তিন দুরন্ত ইয়র্কারে দুই রানে আরসিবির জয় সুনিশ্চিত করলেন যশ দয়াল। ৭৭ রানে অপরপ্রান্তে অপরাজিতই রয়ে গেলেন জাডেজা।
RCB vs CSK Live Score: ম্যাচে কি ফিরল আরসিবি?
দুরন্ত শতরানের পার্টনারশিপ ভাঙল। ৯৪ রানে আউট হলেন আয়ুষ মাত্রে। পরের বলেই ডেওয়াল্ড ব্রেভিসকেও ফেরালেন লুঙ্গি এনগিদি। ম্যাচে কি ফিরল আরসিবি? শেষ তিন ওভার সিএসকের জয়ের জন্য আরও ৩৫ রান চাই। আপাতত ক্রিজে ধোনি ও জাডেজা রয়েছেন।




















