Shardul Thakur: নিলামে কেউ কেনেনি, বাতিল সেই শার্দুলই রুখে দিলেন হায়দরাবাদকে, কার জন্য আইপিএলে?
IPL 2025: নিজেকে প্রমাণ করার বাড়তি জেদ হয়তো রয়েছে, কিন্তু চাপমুক্ত হয়ে মাঠে নামার সুযোগও থাকছে। কেন? তিনি তো নিলামে বাতিলের খাতায় ছিলেন।

হায়দরাবাদ: এক দল প্রতিপক্ষ শিবিরে উৎকণ্ঠা উপহার দিচ্ছে। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন - একের পর এক বিস্ফোরক ব্যাটার। প্রথম ম্যাচেই ২৮৬ রান তুলেছিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বোলিং করতে হবে শুনেই বোলারদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যেতেই পারে।
কিন্তু যাঁর আইপিএল (IPL 2025) খেলার কথাই ছিল না, কাউন্টি খেলতে যাবেন বলে প্রায় পাকা কথা দিয়ে ফেলেছিলেন, সেই শার্দুল ঠাকুরের স্নায়ু তো অন্যরকম হবেই। নিজেকে প্রমাণ করার বাড়তি জেদ হয়তো রয়েছে, কিন্তু চাপমুক্ত হয়ে মাঠে নামার সুযোগও থাকছে। কেন? তিনি তো নিলামে বাতিলের খাতায় ছিলেন। দুদিনের নিলামে কোনও দলই তাঁকে কেনার আগ্রহ দেখায়নি।
সেই শার্দুলই বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে ৪ উইকেট তুলে নিলেন। শেষ পর্যন্ত ২ ম্যাচে ৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপের মালিক শার্দুল। হায়দরাবাদ ইনিংসের শেষে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে শার্দুল বললেন, 'এই ধরনের ঘটনা ক্রিকেট মাঠে হয়। নিলামে আমার দিনটা খারাপ গিয়েছিল। কোনও ফ্র্যাঞ্চাইজিই আমাকে নেওয়ার আগ্রহ দেখায়নি। বোলারদের চোট আঘাত থাকায় লখনউ সুপার জায়ান্টস আমাকে প্রস্তাব দেয়। তাই আইপিএল খেলা হয়ে গেল। জাহির খান আছে বলে আমাকে প্রস্তাব গ্রহণ করতেই হতো। ক্রিকেটে এরকম ওঠাপড়া থাকে।'
১৯০/৯ স্কোরে আটকে গিয়েছে হায়দরাবাদ। এমন পিচে, যেখানে ২২০ রান অন্তত হবে বলেই মত ছিল বিশেষজ্ঞদের। শার্দুল বলছেন, 'আমার কাছে এই ম্যাচটা জেতা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি স্কোরবোর্ডে উইকেট কিংবা রানের দিকে দেখি না। আমি চেয়েছিলাম বল হাতে ছাপ ফেলতে। দলের জয়ের রাস্তা তৈরি করতে। ব্যাটাররা বোলারদের আক্রমণ করার লক্ষ্য় নিয়ে নামছে। তাহলে বোলাররা কেন ব্যাটারদের বিরুদ্ধে আগ্রাসী হবে না? সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আমাদের পরিকল্পনা সেটাই ছিল। পাটা পিচে ওরা প্রচুর রান করছিল। ম্যাচের শুরুর দিকে রাশ আমাদের হাতে চলে আসে।'
🚨 Milestone 🚨
— IndianPremierLeague (@IPL) March 27, 2025
Shardul Thakur enters the 100 wickets club in #TATAIPL 🙌
An impressive 4⃣/3⃣4⃣ tonight also earns him the Purple Cap! 👏
Updates ▶ https://t.co/X6vyVEvxwz#SRHvLSG | @LucknowIPL | @imShard pic.twitter.com/3NSIjmrbXC
এদিন ৪ উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে আইপিএলে একশো উইকেটও হয়ে গেল শার্দুলের। লখনউ ম্যাচ জিতলেই এই ম্যাচ মুম্বইকরের কাছে স্মরণীয় হয়ে থাকবে।




















