GT vs PBKS: শ্রেয়সের চোখধাঁধানো ৯৭, শশাঙ্ক, প্রিয়াংশের দুরন্ত ব্যাটিং, GT-র বিপক্ষে ২৪৩ রান তুলল PBKS
GT vs PBKS: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আইপিএল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রান তুলল পাঞ্জাব কিংস। নরেন্দ্র মোদি স্টেডিয়ামেও আজই বিশ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান উঠল।

আমদাবাদ: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টস হেরে প্রথম ব্যাটিংয়ে নেমেছিল পাঞ্জাব কিংস (Gujarat Titans vs Punjab Kings)। তারপর বিশ ওভার রীতিমতো শাসন চালালেন পাঞ্জাব কিংসের ব্যাটাররা। দলের হয়ে নিজের প্রথম ইনিংসেই ৯৭ রানে অপরাজিত রয়ে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শেষ পাঁচ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৮৭ রান যোগ করে পাঞ্জাব। ২০ ওভার শেষে পাঞ্জাব পাঁচ উইকেটের বিনিময়ে ২৪৩ রান তুলল।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে পাঞ্জাবের শুরুটা খুব একটা ভাল হয়নি। প্রভসিমরণ সিংহ মাত্র পাঁচ রানেই সাজঘরে ফেরেন। তবে অপর ওপেনার প্রিয়াংশ আর্য কিন্তু নিজের প্রথম আইপিএল ম্যাচ খেলতে নেমে নিজের স্বাভাবিক মেজাজে ব্যাটিং করেন। একের পর এক বল বাউন্ডারি পার করান। তবে দুর্ভাগ্যবশত অর্ধশতরানের দোরগোড়ায়, ৪৭ রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়। রশিদ খান গুজরাতকে সাফল্য এনে দেন। ওমরজ়াই স্বদেশীয় রশিদকে ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করলেও ১৬ রানের বেশি করতে পারেননি তিনি। তার ঠিক পরের বলেই খাতা খোলার আগে সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল। পরপর দুই বলে সাই কিশোর দুই বিদেশিকে ফেরানোয় ম্যাচের রাশ কিন্তু গুজরাতের হাতেই এসে গিয়েছিল।
কিন্তু পাল্টা আক্রমণ চালান শ্রেয়স। প্রথমে মার্কাস স্টোইনিসকে সঙ্গে নিয়ে ৫৭ রানের পার্টনারশিপে ইনিংসকে স্থিরতা প্রদান করেন, তারপর শশাঙ্ক সিংহের সঙ্গে মিলে কার্যত তাণ্ডব চালান। শ্রেয়সের ব্যাটিং বিক্রমে কেউই রেহাই পাননি। রশিদ খান, মহম্মদ সিরাজদের তো এক সময় কার্যত অসহায় দেখাচ্ছিল। শ্রেয়সই কোনও সময়ই বিন্দুমাত্র থামার কোনওরকম ইঙ্গিত দেখাননি। ১৯তম ওভারের পঞ্চম বলে যখন তিনি এক রান নিয়ে অপর প্রান্তে পৌঁছন, তখন তাঁর নামের পাশে লেখা ৯৭। সকলেই মনে করছিলেন শ্রেয়সের কেরিয়ারের প্রথম আইপিএল শতরান হাঁকানো সময়ের অপেক্ষা।
তবে ইনিংসের শেষ সাত বলের একটিও খেলার সুযোগই পেলেন না শ্রেয়স। অপরপ্রান্তেই তাঁকে দাঁড়িয়ে থাকতে হল। ফলে ৯৭ রানেই অপরাজিত থেকে গেলেন তিনি। অবশ্য দলের তাতে লোকসান হয়নি। শশাঙ্ক অপরপ্রান্তে চারের বন্যা বইয়ে দেন। সিরাজের শেষ ওভারে ২৩ রান তোলেন তিনি। অপরাজিত থাকেন ৪৪ রানে। পাঞ্জাবের ২৪৩-ই এই স্টেডিয়ামে সর্বকালের সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। গুজরাতের বিরুদ্ধেও এত রান আর কোনও দল করেনি। এই স্টেডিয়ামে সেই বিখ্যাত ম্যাচে (রিঙ্কু পাঁচ ছক্কার ম্যাচ) কেকেআরের সর্বোচ্চ সফল রান, ২০৭ তাড়া করে জিতেছিল। ফলে গিলদের ম্য়াচ জিততে হলে রেকর্ড রান তাড়া করতে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
