SRH vs KKR Live: যেমন ব্যাটিং, তেমন বোলিং, নিজেদের আইপিএল ইতিহাসে সবথেকে বড় হার KKR-র, ১১০ রানে জিতল SRH
Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders: দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে অনেকটাই এগিয়ে কেকেআর। সানরাইজার্সের তুলনায় দ্বিগুণেরও বেশি ম্যাচ জিতেছে নাইট শিবির।

Background
নয়াদিল্লি: গত বারের দুই ফাইনালিস্ট দল কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। গত বারের দুরন্ত সাফল্যের পর এ বারের আইপিএল মরশুমেও (IPL 2025) সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দুই দল মাঠে নেমেছিল। কিন্তু দুই দলের কেউই গত বারের মতো পারফরম্যান্স করতে পারেনি। প্লে-অফ অবধি পৌঁছতে পারেনি কেউ। আজ তারা নিজেদের মরশুমের শেষ ম্যাচে মাঠে নামছে একে অপরের বিরুদ্ধে (SRH vs KKR)।
আপাতত লিগ তালিকায় কেকেআর সাত নম্বরে ও সানরাইজার্স হায়দরাবাদ আট নম্বরে রয়েছে। প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় সম্মানরক্ষা ছাড়া এই ম্যাচ থেকে আপাত অর্থে কারুরই আর কিছু পাওয়ার নেই। তবে ম্যাচ জিততে কে না চায়। দুই পয়েন্ট নিয়ে জয় দিয়েই এক হতাশাজনক মরশুম শেষের লক্ষ্যে আজ মাঠে নামবেন অজিঙ্ক রাহানে ও প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দুই দল।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে কিন্তু কেকেআর অনেকটাই এগিয়ে। সানরাইজার্সের বিরুদ্ধে গত বারের ফাইনালসহ ২৯টি ম্যাচে মাঠে নেমে কেকেআর ২০টিতে জয়ের হাসি হেসেছে। নয়াদিল্লির মাঠে আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। তাই রবিবাসরীয় সন্ধেতে ৪০ ওভার জুড়ে দুই দলের এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করতেই পারেন সমর্থকরা। এখন দেখার ম্যাচ শেষে জয়ের হাসি হাসে কোন দল।
SRH vs KKR Live Score: ১১০ রানে হার
শেষের দিকে নেমে খানিক ব্যাট চালালেন হর্ষিত রানা। ৩৪ রান করেন তিনি। তাও ১৬৮ রানে অল আউট হয়ে গেল কেকেআর। নিজেদের আইপিএল ইতিহাসের সবথেকে বড় ব্যবধানে, ১১০ রানে হারল কেকেআর।
SRH vs KKR Live updates: ১৫০ পার
শেষ দুই ওভারে উঠল ৪০ রান। ১৬তম ওভারে ১৫০ রানের গণ্ডি পার করল কেকেআর। আপাতত মণীশ পাণ্ডে ৩৫ ও হর্ষিত রানা ২২ রানে ব্যাট করছেন।




















