IPL 2025: কিপারের দোষে শাস্তি পাচ্ছে বোলার! রিকেলটনের বিতর্কিত নট আউটকে কেন্দ্র করে নিয়ম বদলের ডাক বরুণের
MI vs SRH: মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে পল্টন ব্য়াটার রায়ান রিকেলটন ইনিংসের সপ্তম ওভারে আউট হলেও, তাঁকে ডেকে ফেরত আনা হয়। দেওয়া হয় নো বল ফ্রি হিট।

মুম্বই: ক্রিকেটের নিয়ম নীতি সময়ের সঙ্গে অনেক সময়ই বদল করা হয়েছে। এবার এক নিয়ম নিয়ে সরব হলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ডাক দিলেন নিয়ম বদলের।
ঘটনাটা ঠিক কী? মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (Mumbai Indians vs Sunrisers Hyderabad) ম্যাচে পল্টন ব্য়াটার রায়ান রিকেলটন ইনিংসের সপ্তম ওভারে আউট হলেও, তাঁকে ডেকে ফেরত আনা হয়। জিশান আনসারির বলে কভারে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দেন রিকেলটন। তবে মুম্বই ব্যাটার মাঠ ছাড়ার ঠিক আগেই আম্পায়াররা তাঁকে মাঠে ফেরান। নট আউট দেওয়া হয় তাঁকে। উপরন্তু, নো বল দেন আম্পায়ার। কারণ কিন্তু জিশানের ওভারস্টেপ করা নয় বা পাশের লাইনে পা দেওয়া নয়। এমনকী ৩০ গজের সার্কেলে কম ফিল্ডার থাকাও নয়। তাহলে ঠিক কারণটা কী?
আম্পায়াররা রিপ্লেতে দেখেন রিকেলটনের ব্যাটের সঙ্গে যখন বলের স্পর্শ হয়, সেই সময় সানরাইজার্স কিপার হেনরিখ ক্লাসেনের দস্তানা উইকেটের আগে ছিল। বর্তমান নিয়ম অনুযায়ী কিপারের দস্তানা উইকেটের আগে থাকলে তা নো বল হয়। আর নো বলের নিয়ম মেনে ফ্রি-হিটও পায় ব্যাটার। সেই নিয়ম মতোই কাজ করেছেন আম্পায়াররা। তবে বরুণ চক্রবর্তী এই সিদ্ধান্তে কিন্তু একেবারেই খুশি নন। তাঁর প্রশ্ন অন্য কারুর ভুলের জন্য বোলাররা কেন শাস্তি পাবেন?
নিজের সোশ্য়াল মিডিয়ায় এই নিয়মের বিরুদ্ধে প্রশ্ন তুলে কেকেআরের তারকা স্পিনার লেখেন, 'যদি কিপারের দস্তানা স্টাম্পসের আগে চলে আসে, তাহলে তা ডেড বল ঘোষণা করা উচিত এবং কিপারকে সচেতন করা উচিত, যাতে সে পুনরায় এই কাজ না করে। এতে নো বল এবং ফ্রি হিট দেওয়ার মানে নেই। এখানে বোলারের দোষ কোথায়? একটু ভেবেচিন্তে দেখা উচিত। আপনাদের সকলের কী মত?'
If the keeper's gloves come in front of the stumps, it should be a dead ball and a warning to the keeper so that he doesn't do that again !!! Not a no ball and a free hit!! What did the bowler do🙄🙄
— Varun Chakaravarthy🇮🇳 (@chakaravarthy29) April 17, 2025
Thinking out loud!! What do u all think???
বরুণের এই প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করে নিয়ম বদল হয় কি না, সেটা ভবিষ্যৎ বলবে। তবে রিকেলটন কিন্তু এই জীবনদানের খুব লাভ তুলতে পারেননি। ঠিক পরের ওভারেই হর্ষল পটেলের বলে আউট হন তিনি। অবশ্য ১১ বল বাকি থাকতেই মুম্বই ইন্ডিয়ান্স হেসেখেলে এই ম্যাচ জিতে যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
