RR vs RCB: রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরিতে বিরাট কোহলির অনন্য ইতিহাস
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru: ১৭৪ রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতে নয় উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি।

জয়পুর: গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজয়ের পর আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (RR vs RCB) জয়ের সরণিতে ফিরতে মরিয়া ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই লক্ষ্যে দারুণভাবে সফল হয়েছে আরসিবি। সৌজন্যে দলের টপ অর্ডারের দুরন্ত ব্যাটিং। ১৭৪ রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতে নয় উইকেটে ম্যাচ জিতে নেয় আরসিবি। আর এই ম্যাচেই এক অনন্য সেঞ্চুরি পূরণ করলেন বিরাট কোহলি (Virat Kohli)।
'কিং কোহলি'র আজকাল মাঠে নামা মানেই কোনও না কোনও নজির, ইতিহাস তৈরি। আজও তার অন্য়থা হয়নি। কোহলি রাজস্থানের ঘরের মাঠে অপরাজিত থেকেই দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ৪৫ বলে তাঁর সংগ্রহ ৬২ রান। তাহলে ৬২ রানের ইনিংসে সেঞ্চুরিটা কোথায় হল? এ মরশুমের আইপিএলে এটি কোহলির চতুর্থ অর্ধশতরান। তবে বিশ ওভারের ক্রিকেটে সব মিলিয়ে এটি তাঁর ১০০তম হাফসেঞ্চুরি। আর কোনও ভারতীয়র দখলে এতগুলি অর্ধশতরানের কৃতিত্ব নেই।
Kohli gets to his 5⃣0⃣ in 𝗥𝗢𝗬𝗔𝗟 style! 👑
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
🎥 Watch Virat Kohli light up the chase with his classic fireworks! 🔥
Updates ▶ https://t.co/rqkY49M8lt#TATAIPL | #RRvRCB | @RCBTweets | @imVkohli pic.twitter.com/8lNUHmUCKx
এর পাশাপাশি নয়টি সেঞ্চুরিও রয়েছে কোহলির। বিশ ওভারের ক্রিকেটে অর্ধশতরান করার সর্বকালীন তালিকায় কোহলি দ্বিতীয় স্থানে রয়েছেন। কেবল ১০৮টি অর্ধশতরান করা ডেভিড ওয়ার্নারই কোহলির আগে রয়েছেন।
১৭৪ রানের লক্ষ্যমাত্রা ছিল। সোয়াই মানসিং স্টেডিয়াম বরাবরই ব্যাটারদের স্বর্গরাজ্য। কিন্তু এদিন টস জিতে রজত পাতিদার যখন ফিল্ডিং নিলেন তখন মনে হয়েছিল যে বোলাররাও সুবিধে হয়ত পাবেন এই পিচ থেকে। কিন্তু দুটো ইনিংস দেখার পর সেই ধারণ কিন্তু বদলাতে বাধ্য। আরসিবির বোলাররা প্রতিপক্ষের ৪ উইকেট ফেলতে পারলেও রাজস্থান বোলাররা তো মাত্র ১ উইকেটই ফেলতে পারলেন। জয়সওয়ালের পাল্টা অর্ধশতরান হাঁকালেন ফিল সল্ট ও বিরাট কোহলি। দুজনের অর্ধশতরানের ইনিংসের ওপর ভর করেই মূলত জয় হাসিল করে নেয় আরসিবি।
জোফ্রা আর্চার, সন্দীপ শর্মা, ওয়ানিন্দু হাসারাঙ্গা কোনও বোলারকেই রেয়াত করেননি দুই আরসিবি ওপেনার। ফিল সল্ট প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্য়াটিং শুরু করেন। ৩৩ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন প্রাক্তন কেকেআর তারকা। ৫টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান সল্ট। তিনি কুমার কার্তিকেয়র বলে প্যাভিলিয়ন ফিরলেও বিরাট কোহলিকে ফেরাতে পারেননি রাজস্থানের বোলাররা। শুরুতে একটু মন্থর গতিতে ব্যাটিং করলেও ধীরে ধীরে চালিয়ে খেলা শুরু করেন। ৩৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন কোহলি। শেষ পর্যন্ত ৪৫ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস খেলেন কিং কোহলি। ৪টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ২৮ বলে ৪০ রানের ক্যামিও ইনিংস খেলেন দেবদত্ত। পাঁচটি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান দেবদত্ত।




















