Virat Kohli: বিরাট কোহলির বিভীষিকা! কোন বোলারের বল বুঝতেই পারেন না তিনি? নিজেই জানালেন 'কিং'
IPL 2025: আরসিবির এক ইভেন্টেই কোহলি জানান ১৫ বছর ধরে খেললেও কেকেআরের এক তারকা বোলারের বল তিনি এখনও বুঝতেই পারেন না।

বেঙ্গালুরু: বর্তমান বিশ্বের সর্বসেরা ব্যাটারের কথা বলে নিঃসন্দেহেই বিরাট কোহলির (Virat Kohli) নাম সবার উপরে উঠে আসবে। বিশ্বের প্রায় সব প্রান্তেই তিনি রান করেছেন, বলা ভাল ব্যাট হাতে শাসন করেছেন। সেই কোহলিরও কোনও বোলারকে বুঝতে, খেলতে সমস্যায় পড়তে হয়? উত্তরটা হ্যাঁ। কোহলি নিজেই স্বয়ং সেই বোলারের নামও জানিয়েছেন।
আজ চিন্নাস্বামীতে বর্তমানে আরসিবি (Royal Challengers Bengaluru) বনাম সিএসকের ম্যাচ চলছে। সেই ম্যাচের আগেই কোহলিকে এক ইভেন্টে নিজের তথাকথিত 'নেমেসিস'-র বিষয়ে কথা বলতে শোনা যায়। এই ভিডিও বর্তমানে ভাইরাল। কোহলিকে এক নয়, পরিবেশ ও ফর্ম্যাট বুঝে একাধিক বোলারের নাম বলতে শোনা যায়। ওয়ান ডে ও টেস্টে দুই কিংবদন্তির নাম শোনা যায় তাঁর মুখে। কোহলি বলেন, 'টেস্ট ক্রিকেটে বিশেষ করে ইংল্যান্ডের পরিবেশে নিঃসন্দেহে জেমস অ্যান্ডারসনকে (James Anderson) খেলাটা কঠিন। ওয়ান ডেতে মালিঙ্গা দারুণ ছিলেন। ওঁর বিরুদ্ধে ব্যাট করাটা চ্যালেঞ্জিং ছিল।'
এরপরেই কোহলির মুখে দুই স্পিনারের নাম শোনা যায়, যার মধ্যে একজন কলকাতা নাইট রাইডার্স তারকা। কোহলি নিজেই জানান যে দেড় দশক হয়ে গেলেও কেকেআর তারকার বোলিং তিনি বুঝতেই পারেন না এখনও। 'দীর্ঘদিন, ১৫ ধরে সুনীল নারাইন (Sunil Narine) আমায় সমস্যায় ফেলেছে। ওর বোলিং বোঝাটা এখনও খুব কঠিন। আমি ওর বোলিংটা বুঝতেই পারি না। পাশাপাশি আদিল রশিদও ভাল। আমার মতে ওয়ান ডেতে ও এমন একজন স্পিনার যার বিরুদ্ধে খেলাটা আমার কঠিন লাগে। ও খুব খুব ভাল।' বলেন বিরাট।
Virat Kohli Talking About Thoughest Bowler He Faced Across Formats!♥️
— virat_kohli_18_club (@KohliSensation) May 3, 2025
.
.
.#ViratKohli pic.twitter.com/ebfcDH043a
প্রসঙ্গত, আইপিএলের মাঝেই বিরাট কোহলি অন্য এক কারণের জন্য সদ্য শিরোনাম দখল করে নিয়েছেন। অভিনেত্রী অবনীত কৌরের ছবিতে কোহলি লাইক দেন। এরপরেই স্বাভাবিকভাবেই না না মহলে না না গুজব শোনা যায়। তবে কোহলি নিজেই সেইসব জল্পনায় জল ঢেলে এর কারণ ব্যাখা করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারে একটি বিবৃতিতে কোহলি লিখেছেন। তিনি লিখেছেন যে এটা ভুলবশত হয়েছে, তাই অযথা গুজব ছড়ানোর দরকার নেই। তিনি ইচ্ছাকৃতভাবে লাইক করেননি।
তিনি লেখেন, 'আমি স্পষ্ট করে দিতে চাই যে আমার ফিড পরিষ্কার করার সময় ভুলবশত কোনও ইন্টাব়্যাকসন রেজিস্টার হয়ে গিয়েছে। মনে হচ্ছে এটা অ্যালগরিদমের কারণে হয়েছে। এর পিছনে আমার কোনও উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি যে অযথা কোনও গল্প না বানানো হোক। আমার কথা বোঝার জন্য ধন্যবাদ।'



















