IPL 2025: জলে গেল রুতুরাজ, জাডেজার লড়াই, রানার ব্যাটিং ও হাসারাঙ্গার স্পিনভেল্কিতে প্রথম জয় পেল রাজস্থান
Wanindu Hasaranga: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের হয়ে ৩৫ রানের বিনিময়ে চার উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

গুয়াহাটি: একেবারে শেষ বল পর্যন্ত চলল হাড্ডাহাড্ডি। রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) চেষ্টা করেছিলেন। তবে শেষমেশ দাঁতে দাঁত চেপে লড়াই করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস। নীতীশ রানার ব্য়াটিংয়ের পর ওয়ানিন্দু হাসারাঙ্গার (Wanindu Hasaranga) স্পিনভেল্কিতে ভর করে এবারের আইপিএল মরশুমের (IPL 2025) প্রথম জয় পেল রয়্যালসরা।
এদিন ইতিহাস ছিল রাজস্থানের পক্ষেই। সাম্প্রতিক সময়ে ১৭৫-র অধিক রান তাড়া করে সিএসকের জয়ের নজির নেই। তাই জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য যে হলুদ ব্রিগেডের জন্য সহজ হবে না, তা বোঝা যাচ্ছিল। প্রশ্ন ছিল স্পিনসহায়ক পিচে রাজস্থানের লঙ্কান স্পিনযুগল কেমন পারফর্ম করেন। তাঁরা হতাশ করলেন না। তবে নতুন বল হাতে শুরুটা করেন জোফ্রা আর্চার।
গত দুই ম্যাচে তাঁর পারফরম্যান্স নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠে। এদিন একেবারে শুরু থেকেই আগুনে ফর্মে ছিলেন তিনি। দুরন্ত ছন্দে থাকা রাচিন রবীন্দ্রকে শূন্য রানে সাজঘরে ফিরিয়ে রাজস্থানের হয়ে শুরুটা তিনিই করেন। রাহুল ত্রিপাঠীও ২৩ রানের বেশি করতে পারেননি। শিবম দুবে (১৮), বিজয় শঙ্কররা (৯) আশা জাগিয়েও হাসারাঙ্গার স্পিন জালে আটকে পড়েন। তবে লড়াই চালান রুতুরাজ। অধিনায়কোচিত অর্ধশতরান করেন তিনি। তবে তিনিও ৬৩ রানে হাসারাঙ্গার শিকার হন।
রবীন্দ্র জাডেজা ও মহেন্দ্র সিংহ ধোনি এরপর ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। দুইজনে লড়াই করেন। তবে মাহি এ যাত্রায় পারলেন না। শেষ ওভারের প্রথম বলেই ১৬ রানে সাজঘরে ফেরেন তিনি। ওভারটন নেমে ১১ রানের ঝোড়ো ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। জাডেজা অপরপ্রান্তে ৩২ রানে অপরাজিতই রয়ে যান।
Pink Prevail in a sea of Yellow 🙌#RR held their nerve to record their first win of the season by 6 runs 👍
— IndianPremierLeague (@IPL) March 30, 2025
Scorecard ▶️ https://t.co/V2QijpWpGO#TATAIPL | #RRvCSK | @rajasthanroyals pic.twitter.com/FeD5txyCUs
এর আগে প্রথম ইনিংসে রাজস্থানের জয়ের ভিতটা গড়েন নীতীশ রানা (Nitish Rana)। আজ টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। শুরুতে যশস্বী চার রানে আউট হলেও নীতীশ ব্য়াট করতে নেমেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করা শুরু করেন। পাওয়ার প্লেতেই তিনি ৫৮ রান যোগ করেন। ২১ বলে পূরণ করেন অর্ধশতরান। সঞ্জু স্যামসন অবশ্য খুব বেশি রান করতে পারেননি। ২০ রানে তাঁকে ফেরান নুর। তড়তড়িয়ে শতরানের দিকে এগিয়ে যাওয়া নীতীশ রানাকে থামায় অশ্বিন ও ধোনি জুটি। তাঁর সংগ্রহ ৩৬ বলে ৮১ রান।
রিয়ান পরাগ ৩৭ রানের ইনিংস খেলেন বটে, তবে হাসারাঙ্গা, ধ্রুব জুরেলরা রান পাননি। শিমরন হেটমায়ার খানিক চেষ্টা করছিলেন বটে, তবে তাঁর ইনিংসও ১৯ রানে থামে। দুরন্ত ফিল্ডিংয়ে পরপর উইকেট তুলে নেয় সিএসকে। শেষ ছয় ওভারে ৪২ রানের বিনিময়ে পাঁচ উইকেট হারায় রাজস্থান। ফলে রাজস্থানের দু'শো আর হল না।




















