IPL 2025: যশস্বীর স্বপ্ন ভেঙে চুরমার, হেরে গেলেন শুভমনের কাছে, অল্পের জন্য রক্ষা প্রসিদ্ধর
IPL News: আইপিএলে অরেঞ্জ ও পার্পল ক্যাপ কাদের দখলে, দেখে নিন তালিকা।

নয়াদিল্লি: আজ আইপিএলের ৬৩তম ম্যাচে মুখোমুখি হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স এবং অক্ষর পটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (MI vs DC)। প্লে অফের দিক থেকে এই ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, প্লে অফের দিকে এক কদম এগিয়ে যাবে।
এই পরিস্থিতিতে জমে উঠেছে অরেঞ্জ ও পার্পল ক্যাপের লড়াইও। মঙ্গলবার চেন্নাই সুপার কিংস এই মরশুমে তাদের দশম হারের মুখোমুখি হয়েছে। রাজস্থান রয়্যালস তাদের ৬ উইকেটে হারিয়েছে। এই ম্যাচে ঝোড়ো ইনিংস খেললেও যশস্বী জয়সওয়ালের অরেঞ্জ ক্যাপের স্বপ্ন ভেঙে চুরমার। কারণ, গ্রুপ পর্বে ১৪ ম্যাচ খেলে ফেলেছে রাজস্থান রয়্যালস। তাদের প্লে অফে ওঠার সম্ভাবনা শেষ। যশস্বী ১৪ ম্যাচে ৫৫৯ রান করে থেমে গেলেন। অরেঞ্জ ক্যাপের দৌড়ে তাঁকে আগেই ছাপিয়ে গিয়েছেন শুভমন গিল ও সাই সুদর্শন। দুজনই আরও ম্যাচ খেলবেন টুর্নামেন্টে।
মঙ্গলবার চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাটিং করে ১৮৭ রান করেছিল। আকাশ মাধওয়াল এবং যুধবীর সিংহ ৩টি করে উইকেট নিয়েছেন। রাজস্থানের পক্ষে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী ইনিংসের শুরু করেছিলেন দুর্দান্তভাবে। যশস্বী ১৯ বলে ৩৬ রানের মারকাটারি ইনিংস খেলেছেন। এই ইনিংসে তিনি ২ ছক্কা এবং ৫ চার মেরেছেন। তিনি অরেঞ্জ ক্যাপ লিডারবোর্ডে তৃতীয় স্থানে শেষ করলেন।
আজ সূর্যকুমার যাদবের কাছে সুযোগ
আজ মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে সূর্যকুমার যাদবের কাছে অরেঞ্জ ক্যাপ ফিরে পাওয়ার সুযোগ আছে। সূর্যকুমার ১২ ম্যাচে ৫১০ রান করেছেন। যদি তাঁকে আজ অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিতে হয়, তাহলে সেঞ্চুরি করতে হবে। সবচেয়ে বেশি রান সংগ্রহকারী প্রথম ৫ ব্যাটার কারা?
অরেঞ্জ ক্যাপ লিডারবোর্ড ২০২৫
১. সাই সুদর্শন (GT): ৬১৭ রান
২. শুভমন গিল (GT) ৬০১ রান
৩. যশস্বী জয়সওয়াল (RR): ৫৫৯ রান
৪. সূর্যকুমার যাদব (MI): ৫১০ রান
৫. বিরাট কোহলি (RCB): ৫০৫ রান
মঙ্গলবার প্রসিদ্ধ কৃষ্ণর পার্পল ক্যাপের মুকুটও কোনওমতে বেঁচে গিয়েছে। চেন্নাই সুপার কিংসের বোলার নূর আমেদ ৩ ওভারের স্পেলে ১ উইকেট নিয়ে প্রসিদ্ধ কৃষ্ণর সঙ্গে একই সারিতে উঠে আসেন। যদিও তিনি বেশ ব্যয়বহুল প্রমাণিত হন ম্যাচে। তিনি ৪২ রান দিয়েছিলেন, এই কারণে তাঁকে চতুর্থ ওভার দেওয়া হয়নি।
আইপিএল পার্পল ক্যাপ লিডারবোর্ড ২০২৫
১. প্রসিদ্ধ কৃষ্ণা (GT): ২১ উইকেট
২. নূর আমেদ (CSK): ২১ উইকেট
৩. জশ হ্যাজলউড (RCB) ১৮ উইকেট
৪. ট্রেন্ট বোল্ট (MI): ১৮ উইকেট
৫. বরুণ চক্রবর্তী (KKR): ১৭ উইকেট



















