IPL 2026: দেড় দশকেরও বেশি সময় পরে 'ঘরওয়াপসি', রাজস্থান রয়্যালসে ফিরে কী বললেন রবীন্দ্র জাডেজা?
Ravindra Jadeja: আইপিএলের প্রথম দুই মরশুমে রাজস্থান রয়্যালসের হয়েই আইপিএলে প্রতিনিধিত্ব করে খেতাবও জিতেছিলেন রবীন্দ্র জাডেজা।

নয়াদিল্লি: বহুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। আজ অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। চেন্নাই সুপার কিংস ছেড়ে আবার নিজের প্রথম আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে (Rajasthan Royals) ফিরেছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই তাঁর শুরু। প্রথম আইপিএল খেতাব জয়। এখানেই তো তাঁকে দেখে শেন ওয়ার্ন 'রকস্টার'-র তকমা দিয়েছিলেন। সেই দলেই আবার প্রত্যাবর্তন।
রাজস্থানই তাঁকে 'প্রথম সুযোগ দিয়েছে এবং এখানেই প্রথম সাফল্যের' স্বাদ পেয়েছেন বলে জানিয়ে জাডেজা দাবি করেন তিনি এই দলের হয়ে আরও সাফল্য পেতে উদগ্রীব। রাজস্থানের ওয়েবসাইটে জাডেজা বলেন, 'রাজস্থান রয়্যালসই আমায় প্রথম পারফর্ম করার মঞ্চ দিয়েছিল এবং এখানেই আমি প্রথম সাফল্যের স্বাদ পাই। এখানে ফেরাটা বিশেষ অনুভূতির। এটা শুধু আমার জন্য একাট দল নয়, এটা আমার বাড়ি। রাজস্থান রয়্যালসেই আমি নিজের প্রথম আইপিএল জিতেছিলাম এবং আশা করছি এই গ্রুপের সঙ্গেও আমি আরও সাফল্য পাব।'
Aaj rumour nahi, headline likhna. Ravindra 𝑻𝒉𝒂𝒍𝒂𝒑𝒂𝒕𝒉𝒚 Jadeja is coming home ⚔️🔥 pic.twitter.com/XJT5b5plCy
— Rajasthan Royals (@rajasthanroyals) November 15, 2025
স্যামসনের সঙ্গে জাডেজা আর স্যাম কারানের ট্রেড হয়েছে। এই ট্রেডিংয়ে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারা অত্যন্ত খুশি। জাডেজাকে বিশেষ খেলোয়াড় বলে উল্লেখ করে সাঙ্গাকারা বলেন, 'জাডেজার রাজস্থান রয়্যালসে ফেরাটা আমাদের সকলের জন্যই বিশেষ অনুভূতির। রাজস্থান রয়্যালসের আইপিএলজয়ী দলের সদস্য হওয়ায় ও দলের সমর্থক এবং ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে অবগত। সময়ের সঙ্গে সঙ্গে ও এমন একজন ক্রিকেটারে পরিণত হয়েছে যে খেলায় সব বিভাগেই প্রভাব ফেলতে সক্ষম। ওর ঠান্ডা মাথা, অভিজ্ঞতা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা দলের শক্তি বাড়াবে।'
জাডেজাকে পেতে সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ের হাতে তুলে দিল রাজস্থান রয়্যালস। গত মরশুম পর্যন্ত রাজস্থানের অধিনায়ক ছিলেন সঞ্জু। তবে পরের আইপিএলে তাঁকে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিদের দলে। ১৮ কোটি টাকায় তাঁর সঙ্গে রাজস্থানের চুক্তি ছিল। চেন্নাইও সেই দামেই নিল তাঁকে। ১৭৭ আইপিএল ম্যাচ খেলা স্যামসনের তৃতীয় দল হবে চেন্নাই। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন।
সানরাইজার্স হায়দরাবাদ ট্রেডিং উইন্ডো মারফত মহম্মদ শামিকে তুলে দিল লখনই সুপার জায়ান্টসের হাতে। তিনি ১০ কোটি টাকা পেতেন হায়দরাবাদে। সেই দামেই তাঁকে নিল লখনউ সুপার জায়ান্টস। লেগস্পিনার মায়াঙ্ক মারকাণ্ডেকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর থেকে। কলকাতা নাইট রাইডার্সে ৩০ লক্ষ টাকায় ছিলেন। সেই দামেই তাঁকে ফেরাল মুম্বই। ৩০ লক্ষ টাকায় মুম্বই থেকে অর্জুন তেন্ডুলকরকে নিল লখনউ। রাজস্থান রয়্যালস থেকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় নীতীশ রানাকে নিল দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস থেকে ডোনোভান ফেরেরাকে নিল রাজস্থান।




















