IPL 2026: রয়্যালস ম্যানেজমেন্টের সঙ্গে সম্পর্ক তলানিতে! রাজস্থানের ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চান সঞ্জু স্যামসন?
Sanju Samson: আইপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনার মাঝেই সঞ্জু স্যামসনকে সদ্য ঘোষিত দলীপ ট্রফির দক্ষিণাঞ্চলের দল থেকেও বাদ দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: আইপিএলের পরবর্তী মরশুম (IPL 2026) শুরু হতে এখনও খানিকটা সময় বাকি রয়েছে। তবে টুর্নামেন্টের ট্রেড উইন্ডো এখন খোলা। অর্থাৎ ট্রেডিংয়ের মাধ্যমে দলবদল করা সম্ভব এখনই। আর এই উইন্ডোতেই যে নাম নিয়ে সবথেকে বেশি চর্চা, সেটা হল সঞ্জু স্যামসন (Sanju Samson)। রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) অধিনায়ক। স্যামসনের চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার খবর নিয়ে বহু দিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। বর্তমানে শোনা যাচ্ছে রয়্যালস ছাড়তে নাকি বদ্ধপরিকর স্যামসন।
Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী স্যামসন ও রয়্যালস ম্যানেজমেন্টের সম্পর্ক নাকি একেবারে তলানিতে ঠেকেছে। তাই আর রাজস্থানে ফ্র্যাঞ্চাইজির হয়ে একেবারেই খেলতে আগ্রহী নন স্যামসন। তিনি রয়্যালসের কর্তাদের নাকি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তাঁকে যেন ২০২৬ সালের আইপিএলের আগে ছেড়ে দেওয়া হয় অথবা ট্রেড করা হয়। এই বিবাদের কারণটা ঠিক কী?
শোনা যাচ্ছে রয়্যালসের সঙ্গে স্যামসনের বিবাদের মূল কারণ দলে তাঁর ব্য়াটিং পজিশন। স্যামসন ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে খেললেও তিনি ওপেন করেন। তবে এ বছর আইপিএলে স্যামসনের চোটের মাঝে যশস্বী জয়সওয়ালের সঙ্গে বৈভব সূর্যবংশীকে রয়্যালসের তরফে ওপেন করতে পাঠানো হয়। বৈভব সাফল্য পাওয়ায় এই ওপেনিং জুটিকেই বাকি সময়টাও খেলানো হয়। স্যামসনকে ব্যাটিং অর্ডারে নিজের পছন্দের জায়গা ছেড়ে দিতে হয়। স্যামসনকে নিজের পছন্দের ব্যাটিং পজিশন বাছাই করতে না দেওয়ায় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয় এবং সেই দূরত্ব সময়ের সঙ্গে আরও বেড়েছে। যদিও এটাই মন কষাকষির একমাত্র কারণ নয় বলেও রিপোর্টে দাবি করা হচ্ছে।
রাজস্থানের সামনে এক কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করে রয়েছে। স্যামসনের মতো তারকা ভারতীয় ক্রিকেটার যিনি আবার দলের অধিনায়কও, তাঁর পরিবর্ত খুঁজে পাওয়া সহজ নয়। তবে রয়্যালসরা ইতিমধ্যেই নাকি বাকি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে ট্রেডের বিষয়ে কথাবর্তা বলা শুরু করেছে। কয়েকজন আগ্রহ দেখালেও অবশ্য এখনও পর্যন্ত রয়্যালসদের মনমতো প্রস্তাব এখনও পর্যন্ত কারুর তরফেই পাঠানো হয়নি বলে খবর। এই ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে চেন্নাই সুপার কিংস রয়েছে বলে খবর। তবে সিএসকে দলের কোনও তারকাকে ছাড়তে নারাজ এবং রয়্যালসের তরফে স্যামসনেকে শুধু অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়াটা সম্ভব নয় বলেই ম্য়ানেজমেন্ট মনে করছে বলে খবর।
এরই মাঝে আবার স্যামসন বড় ধাক্কা খেয়েছেন। আর দিনকয়েক পরেই শুরু হতে চলেছে দলীপ ট্রফির (Duleep Trophy 2025) মহারণ। এবার ফের একবার অঞ্চল অনুযায়ী টুর্নামেন্ট আয়োজিত হবে। তবে ভারতীয় ঘরোয়া ক্রিকেট মরশুমের প্রথম প্রতিযোগিতায় স্যামসনকে নির্বাচিতই করা হয়নি। তারকা কিপার-ব্যাটারের দল কেরল গত মরশুমে ঐতিহাসিক এক সফরে রঞ্জির ফাইনালে পৌঁছলেও, স্যামসন মাত্র দুইটি ম্য়াচ খেলেছিলেন। নির্বাচকরা এমন খেলোয়াড়দের দলে চেয়েছেন যাঁরা গত মরশুমে লাল বলের ক্রিকেটে ভাল পারফর্ম করেছেন। সেই কারণেই কেরল তারকাকে দলীপ ট্রফির দক্ষিণাঞ্চলের দল থেকে বাদ পড়তে হয়েছে বলে জানানো হয়।




















