IPL Auction 2022: আইপিএল নিলামে বাজিমাত করতে পারেন যে অলরাউন্ডাররা
IPL Auction 2022: নিলামে অলরাউন্ডারকারা কারা কোন দলে যাচ্ছেন, তা নিয়েও কিন্তু সবার আগ্রহ রয়েছেন। বিশ্বের প্রচুর নামিদামি তারকারা এবারের নিলামে নাম লিখিয়েছেন।
বেঙ্গালুরু: টি-টোয়েন্টি ফর্ম্যাটে অলরাউন্ডারদের ভূমিকা অপরিহার্য। তাই আজকের নিলামে অলরাউন্ডারকারা কারা কোন দলে যাচ্ছেন, তা নিয়েও কিন্তু সবার আগ্রহ রয়েছেন। বিশ্বের প্রচুর নামিদামি তারকারা এবারের নিলামে নাম লিখিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন অলরাউন্ডার এবার নিলামে নজরে -
ওয়ানিনদু হাসারাঙ্গা: ২৪ বছরের লঙ্কা অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন তিনি। ২০১৯ সালে শ্রীলঙ্কার জার্সিতে অভিষেক হয়েছিল হাসারাঙ্গার। ৩৩ ম্যাচ এখনও পর্যন্ত খেলেছেন। ৩১৯ রান করার পাশাপাশি ঝুলিতে ৫২ উইকেট পুরে নিয়েছেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করেছেন এই লঙ্কা অলরাউন্ডার। টুর্নামেন্টে সর্বাধিক ১৬ উইকেট তুলে নিয়েছেন তিনি।
মিচেল মার্শ: অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। ফিঞ্চের দলের প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন তিনি। আইপিএলে এর আগে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। এছাড়া ব্যাট হাতে ঝুলিতে রয়েছে ২২৫ রান। বিগ ব্যাশেও দারুণ পারফর্ম করেছেন।
ওয়াশিংটন সুন্দর: চেন্নাইয়ের তরুণ অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। চোট সারিয়ে জাতীয় দলেও ফিরেছেন। আইপিএলে রাইজিং পুনে সুপার জায়ান্টসের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন ২০১৭ সালে। এরপর আরসিবিতে যোগ দিয়েছিলেন। ৪২ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন তখন থেকে। ঝুলিতে পুরেছেন ২১৭ রান।
রাজ অঙ্গদ বাওয়া: কিছুদিন আগেই শেষ হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন রাজ বাওয়া। পঞ্জাব অলরাউন্ডার ৫ ইনিংসে ২৫২ রান করেছেন যুব বিশ্বকাপে। একটি সেঞ্চুরি সহ ৯ উইকেট ঝুলিতে পুরেছেন। তরুণ এই অলরাউন্ডারকে দলে নিতে পারে কোনও ফ্র্যাঞ্চাইজি।
বিদেশী ক্রিকেটারদের মধ্যে এবারের নিলামে সর্বাধিক ৪৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে অংশ নিতে চলেছেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন, দক্ষিণ আফ্রিকার ৩৩ জন, নিউজিল্যান্ডের ২৪, শ্রীলঙ্কার ২৩, আফগানিস্তানের ১৭, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ৫ জন করে ক্রিকেটার অংশ নেবেন। এছাড়া অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে নামিবিয়ার ৩ জন, ২ জন স্কটল্যান্ড ও জিম্বোবোয়ে, নেপাল ও ইউএসএ থেকে ১ জন করে ক্রিকেটার অংশ নেবেন নিলামে।