IPL Auction 2022 Preview: আইপিএল ২০২০ নিলাম : কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ সম্প্রচার ?
IPL Auction 2022 : নিলামে থাকছেন ৫৯০ জন খেলোয়াড়...
![IPL Auction 2022 Preview: আইপিএল ২০২০ নিলাম : কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ সম্প্রচার ? IPL Auction 2022 When Where Watch Live Streaming Live Telecast Channel Venue IPL Auction 2022 Preview: আইপিএল ২০২০ নিলাম : কবে, কখন ও কোথায় দেখবেন লাইভ সম্প্রচার ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/02/b3413f4109d641f5db25710d0105a40f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি : আইপিএলের (IPL) সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আরও দুটি ফ্র্যাঞ্চাইজি- লখনউ সুপার জায়েন্টস ও গুজরাট টাইটানস। ফলে, আরও রোমাঞ্চকর হতে চলেছে আগামী আইপিএল। এই পরিস্থিতিতে আইপিএল ২০২২ মেগা অকশন (নিলাম) বসছে ১২ ও ১৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে (Bengaluru) হবে নিলাম (Auction)।
এবারের আইপিএল নিলামে অন্তর্ভুক্ত হয়েছে ৫৯০ জন ক্রিকেটারের নাম। এর মধ্যে ২২৮ জন ক্যাপড প্লেয়ারস, ৩৫৫ জন আনক্যাপড প্লেয়ারস এবং অন্য দেশের সাত খেলোয়াড় রয়েছেন।
গত বছর ডিসেম্বর মাসে আইপিএল রিটেনশনের অনুষ্ঠান হয়েছিল। ১৫ কোটি টাকা দিয়ে বিরাট কোহলিকে ধরে রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলকে ১১ কোটি এবং মহম্মদ সিরাজকে ৭ কোটি টাকা দিয়ে ধরে রাখে দল।
একইভাবে এমএস ধোনিকে ১২ কোটি টাকা দিয়ে ও রোহিত শর্মাকে ১৬ কোটি টাকা দিয়ে ধরে রাখে যথাক্রমে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন ; নতুন মরসুমে নতুন জার্সিতে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ
তবে কয়েকজন বড় নাম রয়েছে যাঁদের তাঁদের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয়। যেমন- ডেভিড ওয়ার্নার। আইপিএল ২০২১-এর মাঝপথেই তাঁকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তাঁকে এবার ছেড়ে দিয়েছে এসআরএইচ।
এই তালিকায় অপর দুই বড় নাম হল কে এল রাহুল ও হার্দিক পাণ্ড্য। যদিও তাঁরা যথাক্রমে লখনউ ও গুজরাট- নতুন দল পেয়ে গেছে। তাঁরা নিজেদের দলকে নেতৃত্বও দেবেন।
এই পরিস্থিতিতে শুরু হতে চলেছে আইপিএল ২০২২-এর নিলাম বসতে চলেছে। দেখে নিন এই সংক্রান্ত খুঁটিনাটি-
- ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএল ২০২২-এর মেগা অকশন।
- বেঙ্গালুরুতে বসবে আসর।
- নিলামের লাইভ কভারেজ শুরু হবে বেলা ১১টায়।
- নিলামের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney + Hotstar-এ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)