IPL Auction: নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে গুজরাত, পিছিয়ে নেই হায়দরাবাদ-কেকেআরও
IPL 2024: রাত পোহালেই আইপিএলের নিলাম। ১৯ ডিসেম্বর, মঙ্গলবার মরুশহর দুবাইয়ে বসছে আইপিএলের (IPL) নিলাম। নিলামের টেবিলে তোলা হবে ৩৩৩ ক্রিকেটারকে।
মুম্বই: রাত পোহালেই আইপিএলের নিলাম। ১৯ ডিসেম্বর, মঙ্গলবার মরুশহর দুবাইয়ে বসছে আইপিএলের (IPL) নিলাম। নিলামের টেবিলে তোলা হবে ৩৩৩ ক্রিকেটারকে।
প্রাথমিকভাবে ১১৬৬ ক্রিকেটারের তালিকা জমা পড়েছিল। সেখান থেকে ৩৩৩ জনের নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। যাঁদের মধ্যে ১১৯ জন বিদেশি ক্রিকেটার। যাঁদের মধ্যে দু'জন রয়েছেন অ্যাসোসিয়েট দেশের। নেদারল্যান্ডসের জোরে বোলার পল ফান মিকেরেন ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজ়ি। যিনি গতবার ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। নিলামের আগে এক ঝলকে দেখে নেওয়া যাক, কোন দলের হাতে রয়েছে কত টাকা, কজন ক্রিকেটারকেই বা সই করাতে পারবে দলগুলি?
চেন্নাই সুপার কিংস
গতবারের চ্যাম্পিয়ন দল। এবার মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে নামবে মিশন হেক্সা নিয়ে। অর্থাৎ, ষষ্ঠবারের জন্য ট্রফি জেতার লক্ষ্য নিয়ে। চেন্নাইয়ের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৯ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৬ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৬৮ কোটি ৬০ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ৩১ কোটি ৪০ লক্ষ টাকা।
দিল্লি ক্যাপিটালস
কোনওদিন ট্রফি জেতেনি। এবার তাই নতুুন উদ্যমে ঝাঁপাবে। সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিং দলের মাথায়। দিল্লির হাতে এই মুহূর্তে রয়েছেন ১৬ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৯ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৭১ কোটি ৫ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ২৮ কোটি ৯৫ লক্ষ টাকা।
গুজরাত টাইটান্স
আইপিএলে অভিষেক বছরেই হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে সাড়া ফেলে দিয়েছিল। গতবার রানার্স। তবে হার্দিক চলে গিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। গুজরাতের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৭ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে ছ'জন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৮ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৬১ কোটি ৮৫ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা। নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নামছে গুজরাতই।
আইপিএলে দুবারের চ্যাম্পিয়ন। এবার দলের মেন্টর হিসাবে ফিরেছেন অধিনায়ক হিসাবে দলকে দুটি আইপিএল জেতানো গৌতম গম্ভীর। কেকেআরের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৩ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ১২ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৬৭ কোটি ৩০ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ৩২ কোটি ৭০ লক্ষ টাকা।
লখনউ সুপার জায়ান্টস
দু'বছর আগে আইপিএল গ্রহে প্রবেশ। লখনউয়ের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৯ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে ছ'জন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৬ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৮৬ কোটি ৮৫ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ১৩ কোটি ১৫ লক্ষ টাকা। নিলামে সবচেয়ে কম পুঁজি নিয়ে নামবে সঞ্জীব গোয়েঙ্কার দল।
মুম্বই ইন্ডিয়ান্স
পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন। মুম্বইয়ের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৭ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৮ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে চারজন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৮২ কোটি ২৫ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ১৭ কোটি ৭৫ লক্ষ টাকা।
পাঞ্জাব কিংস
ভাগ্য বদলের উদ্দেশ্য নিয়ে দলের নাম বদলে ফেলেছিলেন প্রীতি জিন্টা-নেস ওয়াদিয়ারা। কিংস ইলেভেন পাঞ্জাব এখন পাঞ্জাব কিংস। কিন্তু ট্রফির দেখা মেলেনি। পাঞ্জাবের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৭ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে ছজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৮ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে ২ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৭০ কোটি ৯০ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ২৯ কোটি ১০ লক্ষ টাকা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
বরাবরের তারকাখচিত দল। কিন্তু ট্রফির দেখা নেই। আরসিবির হাতে এই মুহূর্তে রয়েছেন ১৯ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৬ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৭৬ কোটি ৭৫ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ২৩ কোটি ২৫ লক্ষ টাকা।
রাজস্থান রয়্যালস
প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন দল। রাজস্থানের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৭ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৮ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৮৫ কোটি ৫০ লক্ষ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ১৪ কোটি ৫০ লক্ষ টাকা।
সানরাইজার্স হায়দরাবাদ
অধিনায়ক, কোচ বদল করেই চলেছে। কিন্তু ২০১৬ সালের পর আর ট্রফি আসেনি। হায়দরাবাদের হাতে এই মুহূর্তে রয়েছেন ১৯ জন ক্রিকেটার। যাঁদের মধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটার। তাদের দলে আরও ৬ ক্রিকেটার নেওয়া যাবে। যাঁদের মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটার নেওয়া যেতে পারে। ৬৬ কোটি টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে তাদের। হাতে পড়ে রয়েছে আর ৩৪ কোটি টাকা।
আরও পড়ুন: ধোনির বুড়ো হাড়ে ভেল্কি, কোহলির কীর্তি, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ২২ গজের ২০২৩
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।