![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
IPL Auction 2025: 'বাজেট পার হয়ে গিয়েছে!' পন্থকে রেকর্ড অর্থে দলে নিয়ে প্রতিক্রিয়া লখনউ কর্নধারের
Rishabh Pant: ঋষভ পন্থকে দীর্ঘক্ষণ দর কষাকষির পর ২৭ কোটি টাকার রেকর্ড অর্থে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস।
![IPL Auction 2025: 'বাজেট পার হয়ে গিয়েছে!' পন্থকে রেকর্ড অর্থে দলে নিয়ে প্রতিক্রিয়া লখনউ কর্নধারের IPL Auction 2025 Rishabh Pant acquired by Lucknow Super Giants Saswat Goenka admitted paying more than their budget IPL Auction 2025: 'বাজেট পার হয়ে গিয়েছে!' পন্থকে রেকর্ড অর্থে দলে নিয়ে প্রতিক্রিয়া লখনউ কর্নধারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/25/7b452c1b7d63074a3e6994a293da2b0a1732518167276507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জেড্ডা: রবিবাসরীয় আইপিএল মেগা নিলামে (IPL Auction 2025) ইতিহাস তৈরি হতে পারে বলে অনেকেই মনে করছিলেন। ক্রিকেটপ্রেমীরা ইতিহাসের সাক্ষীও থাকলেন। নিলামের প্রথম দিন অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গেল, তাও আবার এক নয়, দুই দুইবার। মুহূর্তের ব্যবধানে প্রথমে শ্রেয়স আইয়ার এবং তারপরেই ঋষভ পন্থ (Rishabh Pant) আইপিএল ইতিহাসের সবথেকে দামি ক্রিকেটার হন।
তারকা কিপার-ব্যাটারকে ২৭ কোটি টাকার বিনিময়ে নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants ) নিজেদের দলে সামিল করেছে। নিলামের মাঝেই লখনউ কর্নধার মেনে নিয়েছিলেন যে পন্থের জন্য যা বরাদ্দ ছিল, তাঁকে দলে নিতে সেই বাজেট পার করে গিয়েছে ফ্র্যাঞ্চাইজি। লখনউ কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার পুত্র শাশ্বত পিটিআইকে বলেন, 'এটা আমাদের পরিকল্পনায় ছিলই। আমরা ওঁর জন্য ওই ২৬ কোটি টাকা মতো রেখেছিলাম। তো ২৭ কোটি টাকাটা একটু বেশি। তবে ওঁকে দলে নিতে পেরে আমরা ভীষণ খুশি। ওঁ দুর্দান্ত ক্রিকেটার, একজন টিমম্যান, ম্য়াচ উইনার। আমি নিশ্চিত ওঁকে লখনউতে পেয়ে আমাদের সকল সমর্থকেরাই খুব খুশি হবেন।'
Aa rahe hain, humari team me chaar chaand lagane, Rishabh bhaiya 🔥 pic.twitter.com/dXPRFRmLwn
— Lucknow Super Giants (@LucknowIPL) November 24, 2024
মার্কি ক্রিকেটারদের প্রথম সেটে সকলের শেষে নিলামে তোলা হয়েছিল পন্থকে। অকশনার তাঁর নাম ঘোষণা করা মাত্রই দর্শকাসন থেকে জয়োধ্বনি ওঠে। পন্থের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। তাঁর জন্য শুরুতেই দর হাঁকতে শুরু করেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। দর হাঁকাহাঁকিতে যোগ দেয় আরসিবি। লখনউ ও আরসিবি শিবিরের দড়ি টানাটানিতে চড়চড়িয়ে দাম বাড়তে থাকে পন্থের। দ্রুত তাঁর দাম পেরিয়ে যায় ১০ কোটি টাকা। সেই সময়ই জোর আলোচনা শুরু হয়ে যায়, শ্রেয়স আইয়ারের রেকর্ডও কি ভেঙে দেবেন পন্থ? রবিবারের নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকায় শ্রেয়স আইয়ারকে কিনে নিয়েছে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। সেটাই আইপিএলে সর্বোচ্চ দামের রেকর্ড। তবে সেই টাকার অঙ্কও ছাপিয়ে যান পন্থ।
পন্থের জন্য দর হাঁকতে শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদও। তাদের জন্যই ২০ কোটি টাকা পেরিয়ে যায় পন্থের দাম। তবে শেষ পর্যন্ত ২০ কোটি ৭৫ লক্ষ টাকা দর হাঁকে লখনউ। তখনই সকলকে চমকে দিয়ে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে চায় দিল্লি। তবে এবারের নিয়ম অনুযায়ী, পুরনো দল আরটিএম কার্ড ব্যবহার করতে চাইলে সর্বোচ্চ দর হাঁকা দলকে বলা হচ্ছে, তারা সবচেয়ে বেশি কত টাকা দাম দিতে রাজি। লখনউকেও সেটা বলা হয়। লখনউ ২৭ কোটি টাকা দর হাঁকে। তখন আরটিএম প্রয়োগ থেকে পিছিয়ে আসে দিল্লি। তৈরি হয় নতুন রেকর্ড।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ২৯৫ রানের বিরাট ব্যবধানে জয়, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে বর্ডার-গাওস্কর ট্রফিতে এগিয়ে গেল ভারত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)