IPL Auctions 2021: সঙ্গী উপেক্ষাই, আইপিএলে অবিক্রিত বাংলার ক্রিকেটারেরা
আবার একটি আইপিএলের নিলাম হল। এবং ফের বাংলার জন্য বরাদ্দ রইল একরাশ উপেক্ষা। আইপিএলের নিলাম তালিকায় থেকেও দল পেলেন না বাংলার কেউ। যা নিয়ে বাংলার ময়দানে ফের হাহুতাশ।
কলকাতা: আবার একটি আইপিএলের নিলাম হল। এবং ফের বাংলার জন্য বরাদ্দ রইল একরাশ উপেক্ষা। আইপিএলের নিলাম তালিকায় থেকেও দল পেলেন না বাংলার কেউ। যা নিয়ে বাংলার ময়দানে ফের হাহুতাশ।
বৃহস্পতিবার চতুর্দশ আইপিএলের নিলামে নথিভুক্ত ক্রিকেটারদের তালিকায় ছিলেন বাংলার ছয় ক্রিকেটার। তাঁরা হলেন বিবেক সিংহ, প্রয়াস রায়বর্মণ, আকাশ দীপ, অভিমুন্য ঈশ্বরণ, সায়ন ঘোষ ও অনুষ্টুপ মজুমদার। এঁদের মধ্যে বিবেক ও আকাশ দীপের নাম কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের কাছে সুপারিশ করা হয়েছিল বলেই খবর। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি চলাকালীন দুই ক্রিকেটারের নাম শাহরুখ খানের দলের কাছে পৌঁছয়। দুজনের নামই ছিল নিলামে। তাঁদের মধ্যে বিবেকের নাম নিলামে ওঠেও। কিন্তু তাঁকে নেয়নি কোনও দল। কলকাতা নাইট রাইডার্সও নীরব থাকে।
সদ্য শেষ হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি। নতুন প্রতিভা খুঁজে বার করার জন্য প্রত্যেক মরসুমে এই টুর্নামেন্টকেই পাখির চোখ করে আইপিএলের দলগুলি। এবারের টুর্নামেন্টে এলিট গ্রুপ বি-র খেলাগুলো হয়েছিল কলকাতায়। এই গ্রুপে বাংলা ছাড়াও ছিল তামিলনাড়ু, ঝাড়খন্ড, অসম, হায়দরাবাদ ও ওড়িশা। ইডেন গার্ডেন্সে ও সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ম্যাচগুলি হয়। সাধারণত এই টুর্নামেন্টের প্রত্যেক ভেন্যুতেই আইপিএলের বিভিন্ন দল স্পটার পাঠিয়ে দেয়। যাতে নতুন কোনও প্রতিশ্রুতিমান খেলোয়াড় চোখে পড়লে টিম ম্যানেজমেন্টকে ওয়াকিবহাল করতে পারেন তাঁরা। এবং নিলামে সেই সমস্ত ক্রিকেটারদের জন্য দর হাঁকতে পারে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। তবে এবার করোনা পরিস্থিতিতে প্রত্যেক কেন্দ্রে স্পটার পাঠানো সম্ভব হয়নি অনেক ফ্র্যাঞ্চাইজিরই। কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ বাংলারই এক প্রাক্তন ক্রিকেটারকে দায়িত্ব দিয়েছিল, নতুন কোনও প্রতিভা চোখে পড়লেই তাদের জানানোর জন্য। সেইভাবেই বিবেক ও আকাশ দীপের নাম জমা পড়েছিল। তবে লাভ হয়নি। বরাবরের মতো বাংলার তরুণ ক্রিকেটারদের দিক থেকে মুখ ফিরিয়েই রইল কেকেআর।
এবং ফের বাংলার জন্য আইপিএলে বরাদ্দ রইল উপেক্ষাই।