IPL Eliminator: আইপিএল এলিমিনেটরে প্রিয় দল হারতেই স্ট্যান্ডে কেঁদে ভাসালেন টাইটান্স অনুরাগী, ভাইরাল ভিডিও
GT vs MI: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ রানে আইপিএল এলিমিনেটরে পরাজিত হয় গজরাত টাইটান্স।

চণ্ডীগড়: টুর্নামেন্টের সিংহভাগ সময় দুরন্ত ক্রিকেট খেলে লিগ তালিকার শীর্ষে থাকার পরেও তিনে মরশুম শেষ করায় শুক্রবার, ৩০ মে আইপিএলের এলিমিনেটরে (IPL Eliminator) খেলতে নেমেছিল গুজরাত টাইটান্স। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (GT vs MI) হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ হারতেই হয় টাইটান্সকে। এই পরাজয়ের ফলেই টাইটান্সের সফরও শেষ হয়েছে।
ম্যাচ শেষেই স্ট্যান্ডে বেশ কয়েকজন টাইটান্স সমর্থককে হাপুস নয়নে কাঁদতে দেখা যায়। সেই তালিকায় ছিলেন টাইটান্স কোচ আশিস নেহরার পুত্র। পাশাপাশি আইপিএলের পোস্ট করা একটি ভিডিওতে এক মহিলাকেও কাঁদতে দেখা যায়। তাঁর পাশে উপস্থিত সমর্থকরা তাঁকে শান্ত করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও বেশ ভাইরালও হয়। মেয়েটির পরিচয় ঘিরে বেশ কৌতূহলও দেখা যায়। সেই মেয়েটি কিন্তু আর কেউ নন, টাইটান্স নেতা শুভমন গিলের বোন শাহনীল গিল।
𝙈𝙄-𝙜𝙝𝙩𝙮 effort on a 𝙈𝙄-𝙜𝙝𝙩𝙮 occasion 💙@mipaltan seal the #Eliminator with a collective team performance ✌
— IndianPremierLeague (@IPL) May 30, 2025
Scorecard ▶ https://t.co/R4RTzjQNeP#TATAIPL | #GTvMI | #TheLastMile pic.twitter.com/cJzBLVs8uM
গতকালের ম্যাচে নিউ চণ্ডীগড়ের মাঠে যত রান আইপিএলে কোনওদিন ওঠেনি, প্রথমে ব্যাট করে সেটাই তুলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফে ওঠার পরই যেন অন্য চেহারা পাঁচবারের চ্যাম্পিয়নদের। দুবার জীবন ফিরে পেয়ে রোহিত শর্মা ব্যাট হাতে আগুন ছোটালেন। ৫০ বলে ৮১ রান করে তিনিই ধ্বংস করে দিলেন গুজরাতের বোলিং। মুম্বই ইন্ডিয়ান্স ২২৮/৫ স্কোর তোলার পর সকলে ধরেই নিয়েছিলেন যে, সহজ ম্যাচ হতে চলেছে।
তার ওপর রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই যখন পিরে গেলেন শুভমন গিল, মাত্র ১ রান করে, মনে হয়েছিল, ম্যাচে একপেশে লড়াই হবে। তবে অন্যরকম কিছু ভেবেছিলেন সাই সুদর্শন। শুক্রবার আইপিএলের এলিমিনেটরে ৪৯ বলে ৮০ রান করলেন সুদর্শন।
হিট উইকেট হওয়ার আগে পর্যন্ত শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ১০ বলে ২০ রান করে গেলেন। চার নম্বরে নেমে ওয়াশিংটন সুন্দর ২৪ বলে ৪৮ রান। তাও ২০৮/৬ স্কোরে আটকে গেল গুজরাত। ২০ রানে ম্য়াচ জিতে কোয়ালিফায়ার টুয়ে জায়গা করে নিল মুম্বই। সাড়া জাগিয়ে শুরু করেও খালি হাতেই ফিরতে হচ্ছে শুভমন গিলদের। ম্যাচ শেষ গিল কিন্তু শুরুতেই দলের একাধিক ক্যাচ ফেলাটাকেই পরাজয়ের মূল কারণ হিসাবে চিহ্নিত করেন।




















