IPL Mega Auction 2022: প্রায় আড়াই কোটি টাকায় কোহলিদের দলেই থাকলেন বাংলার ক্রিকেটার
Shahbaz Ahmed: বাংলার ক্রিকেট মহলের জন্য সুখবর বয়ে আনলেন শাহবাজ আমেদ। তাঁকে নিয়ে দর কষাকষি করল তিন দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রায় আড়াই কোটি টাকায় দলে নিল তাঁকে।
বেঙ্গালুরু: ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) দল পাননি। একমাত্র মহম্মদ শামি (Mohammed Shami) নিলামে বিক্রি হয়েছেন। তবে বাংলার ক্রিকেট মহলের জন্য সুখবর বয়ে আনলেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। তাঁকে নিয়ে দর কষাকষি করল তিন দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), সানরাইজার্স হায়দরাবাদের (SRH) পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সও (KKR) শাহবাজের জন্য ঝাঁপিয়েছিল। শেষ পর্যন্ত ২ কোটি ৪০ লক্ষ টাকায় শাহবাজকে কিনল আরসিবিই। যে দলের হয়ে গত মরসুমেও খেলেছিলেন শাহবাজ। ফের একবার বিরাট কোহলিদের ড্রেসিংরুমেই দেখা যাবে বাংলার উদীয়মান ক্রিকেটারকে।
ভারতীয় দল থেকে তাঁকে নাকি বলে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতের দিকে তাকাতে চাইছে তারা। যে কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজে তাঁকে না রেখে কে এস ভরতকে দলে রাখা হতে পারে। যে হতাশায় রঞ্জি ট্রফি থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তিনি।
সেই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবার আইপিএলের (IPL) নিলামের টেবিলেও উপেক্ষিত রইলেন। তাঁর ন্যূনতম দর ছিল ১ কোটি টাকা। কিন্তু বাংলার উইকেটকিপার-ব্যাটারকে নিয়ে আগ্রহ দেখাল না কোনও দলই। তাই নিলামে প্রথম দফায় অবিক্রিতই থেকে গেলেন ঋদ্ধি। সেই ঋদ্ধি, বিরাট কোহলি পর্যন্ত যাঁকে বিশ্বের সেরা উইকেটকিপার বলে মেনে নিয়েছেন।
শনিবার আইপিএলের নিলামের টেবিলে দেখা গেল শাহরুখ খানের (SRK) পুত্র আরিয়ানকে (Aryan Khan)। বোন সুহানা খান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেটার সঙ্গে। কলকাতা নাইট রাইডার্সের নিলামের টেবিলে আকর্ষণের কেন্দ্রে রইলেন আরিয়ান।
নিলামের শুরুতেই বড় বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।