IPL Mega Auction 2022: মাদক কাণ্ডের আঁধার পেরিয়ে নিলামের টেবিলে মধ্যমণি শাহরুখ-পুত্র
IPL Auction 2022: শনিবার আইপিএলের নিলামের টেবিলে দেখা গেল শাহরুখ খানের (SRK) পুত্র আরিয়ানকে (Aryan Khan)। বোন সুহানা খান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেটার সঙ্গে।
কলকাতা: সংশোধনাগার থেকে বাড়ি ফেরার পর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। এমনকী, তাঁর মহাতারকা বাবাও নিজেকে অন্তরালে রেখেছিলেন।
শনিবার আইপিএলের নিলামের টেবিলে দেখা গেল শাহরুখ খানের (SRK) পুত্র আরিয়ানকে (Aryan Khan)। বোন সুহানা খান ও জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেটার সঙ্গে। কলকাতা নাইট রাইডার্সের নিলামের টেবিলে আকর্ষণের কেন্দ্রে রইলেন আরিয়ান।
মাদক কাণ্ডে জড়িয়ে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। পরে তিনি জামিনে ছাড়া পান। তারপর থেকে আর প্রকাশ্যে দেখা যায়নি আরিয়ানকে। শাহরুখও বড় একটা প্রকাশ্যে আসেননি। তবে সম্প্রতি শ্যুটিংয়ে ফিরেছেন কিংগ খান। সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণের পর সস্ত্রীক শাহরুখ শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন।
এবার প্রকাশ্যে এলেন আরিয়ানও। তাঁকে বেশ খোশমেজাজেই দেখা গেল। কোন ক্রিকেটার কেনা হবে, কার জন্য দর হাঁকা হবে, সেসব নিয়ে গম্ভীর আলোচনাও করলেন দলের কর্তাদের সঙ্গে।
নিলামের শুরুতেই বড় বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের (KKR)। প্রায় কুড়ি কোটি টাকা খরচ করে দুই তারকাকে দলে নিল শাহরুখ খান-জুহি চাওলার দল। দুজনেরই ন্যূনতম দাম ছিল ২ কোটি টাকা। মুম্বইয়ের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ১২ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনল কেকেআর। অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins) ৭ কোটি ২৫ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।
দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন! শ্রেয়স মুম্বই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের নেতা হিসাবেই নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি। কেকেআরে ফের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন মুম্বইয়ের তারকা।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে সদ্য অ্যাশেজ সিরিজ জিতেছেন কামিন্স। কেকেআরের হয়ে আগেও খেলেছেন। তিনিও নাইট নেতা হওয়ার অন্যতম দাবিদার।
শনিবার নিলামের প্রথম দিন। তার আগে অধিনায়ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন কেকেআরের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) বেঙ্কি মাইসোর (Venky Mysore)। সাফ জানিয়ে দিলেন তাঁদের স্ট্র্যাটেজি।
বেঙ্কি বললেন, 'আমাদের লক্ষ্য আগে একটা ভাল দল তৈরি করা। শুরুতেই অধিনায়ক কে হবেন, তা নিয়ে ভাবছি না। আগে আমাদের ভাল একটা দল বেছে নিতে হবে। তারপর কে অধিনায়ক হবে, সেটা নির্ধারিত হবে।'