IPL Mega Auction 2022: সিঙ্গাপুরে জন্ম, ঝাঁপিয়ে পড়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
IPL 2022: বাজিমাত করে মুম্বই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নরা ৮ কোটি ২৫ লক্ষ টাকা খরচ করে কিনে নিয়েছে তাঁকে। তারপর থেকেই জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে টিম ডেভিডকে (Tim David) নিয়ে।
![IPL Mega Auction 2022: সিঙ্গাপুরে জন্ম, ঝাঁপিয়ে পড়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স IPL Mega Auction 2022: The Singapore-born Australian batter Tim David goes to MI IPL Mega Auction 2022: সিঙ্গাপুরে জন্ম, ঝাঁপিয়ে পড়ে নিল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/13/f72ea036df0bc3ca6a66c9b938dc4f3d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: নিলামে তাঁর ন্যূনতম দাম ছিল মাত্র ৪০ লক্ষ টাকা। তাঁকে নিতে ঝাঁপিয়েছিল দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। পরে যোগ দেয় লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস।
জন্ম সিঙ্গাপুরে। গতবারের নিলামে অবিক্রিত ছিলেন। পরে তাঁকে ২০ লক্ষ টাকা দিয়ে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সিঙ্গাপুরের হয়ে খেলেন। ১৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রায় পঞ্চাশের কাছাকাছি গড় ও দেড়শো স্ট্রাইক রেট রয়েছে। সঙ্গে নিয়েছেন পাঁচ উইকেট। বিগ ব্যাশ লিগে নজর কেড়েছেন। তাঁর দক্ষতায় লগ্নি করল মুম্বই।
পঞ্জাব কিংস তাঁকে রিটেন করেনি। কে এল রাহুলকে (KL Rahul) এবার তুলে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। তাঁকে দলের অধিনায়কও করা হয়েছে। তবে রাহুলকে চাপমুক্ত হয়ে ক্রিকেট খেলতে দিতে চায় আইপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজি। অধিনায়কত্ব ও ব্যাটিং নিয়েই ভাবুন রাহুল, উইকেটকিপিং নিয়ে তাঁকে ভাবতে হবে না, এমনই অবস্থান নিয়েছে এলএসজি।
দলের মেন্টর গৌতম গম্ভীর বলেছেন, 'আমরা কুইন্টন ডি'ককের মতো কাউকে চেয়েছিলাম। কারণ কে এলকে উইকেটকিপিংয়ের দায়িত্ব থেকে অব্যহতি দিতে চেয়েছিলাম। কারণ উইকেটকিপিং, নেতৃত্ব ও ব্যাটিং, সব একসঙ্গে করাটা চাপের। সেই কারণেই কুইন্টনকে নেওয়া।'
তাঁকে নিয়ে শুরু হয়েছিল প্রবল দর কষাকষি। দীপক চাহার (Deepak Chahar) অবশ্য বেশ অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। বিশেষ করে তাঁর দাম ১৩ কোটি ছাড়াতেই ঘাবড়ে যান জাতীয় দলের তারকা।
কিন্তু কেন?
রবিবার, নিলামের দ্বিতীয় দিন চাহার নিজেই শুনিয়েছেন সেই অভিজ্ঞতার কথা। বলেছেন, 'জাতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে আছি। হোটেলে নিজের ঘরে বসে নিলাম দেখছিলাম। যখন আমার দাম ১৪ কোটিতে উঠে যায়, ভাবছিলাম এর চেয়ে বেশি পাওয়া উচিত নয়। চেন্নাই সুপার কিংস যদি দর কষাকষি থেকে সরে দাঁড়াত আমার খুব কারাপ লাগত। আমি সিএসকে-র হয়েই খেলতে চেয়েছিলাম কারণ হলুদ জার্সি ছাড়া নিজেকে ভাবতে পারি না। একবার মনে হয়েছিল অনেক বেশি দাম উঠে গিয়েছে। মনে হচ্ছিল, সিএসকে-র দলটাও ভাল হওয়া উচিত। ১৩ কোটি দাম উঠে যাওয়ার পরেই মনে হচ্ছিল এবার থামুক। তাহলে সিএসকে আরও কিছু ক্রিকেটার কিনতে পারবে।'
রাহানেকে ১ কোটিতে তুলে নিল কেকেআর, হয়তো বেঙ্কটেশের সঙ্গী ওপেনার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)