MI vs RR Match Highlights: হারের হ্যাটট্রিক, রাজস্থানের কাছে ৬ উইকেটে হেরে লজ্জার আঁধারে মুম্বই ইন্ডিয়ান্স
IPL 2024: ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ। টানা দুই ম্যাচ হেরে এসে কোথায় মরিয়া হয়ে ঝাঁপাবে মুম্বই ইন্ডিয়ান্স! উল্টে ঘরের মাঠেও হার্দিক পাণ্ড্যদের তাড়া করে বেড়াল বিতর্কের ভূত।
মুম্বই: ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচ। টানা দুই ম্যাচ হেরে এসে কোথায় মরিয়া হয়ে ঝাঁপাবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)! উল্টে ঘরের মাঠেও হার্দিক পাণ্ড্যদের তাড়া করে বেড়াল বিতর্কের ভূত। ঘরের মাঠের গ্যালারি বিদ্রুপ করল হার্দিককে। আর মুম্বই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে এসে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে গেল রাজস্থান রয়্যালস।
আইপিএলে হারের হ্যাটট্রিক হল মুকেশ ও নীতা অম্বানির দলের। আইপিএলে (IPL 2024) পরপর দুই ম্যাচে হার। তৃতীয় ম্যাচে ঘরের মাঠে লজ্জা বাঁচানোর চ্যালেঞ্জ ছিল মুম্বই ইন্ডিয়ান্সের। তবে ম্যাচের প্রথমার্ধে ব্যাটিং ভরাডুবি হল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের। ক্রিকেটকে ছাপিয়ে উঠে আসছে রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়কের পদ থেকে সরিয়ে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) দায়িত্ব দেওয়া নিয়ে বিতর্ক। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়িয়েছে যে, সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের আগে টসের সময় সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরকে গ্যালারির কাছে আর্জি জানাতে হচ্ছে, ধিক্কার জানাবেন না। ক্রিকেটারদের বিদ্রুপ করবেন না।
সেই বিতর্কের রেশ কি পড়ল মাঠে? ঘরের মাঠে চলতি আইপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেও ধাক্কা খেতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। রাজস্থান রয়্যালসের সামনে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল হার্দিক-রোহিতদের। একটা সময় পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে, দলের স্কোর একশো পেরবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল ধন্দ। ২০/৪ হয়ে গিয়েছিল মুম্বই। সেখান থেকে হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মা কিছুটা লড়াই করলেন। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১২৫/৯ তোলে মুম্বই। সঞ্জু স্যামসনদের সামনে সহজ লক্ষ্য ছিল। ১২৬ রান তুললেই ম্য়াচ জিতে নেবে রাজস্থান রয়্যালস, পরিস্থিতি ছিল এমনই।
প্রথম ওভারেই ছন্দে থাকা যশস্বী জয়সওয়ালকে তুলে নিয়ে আশা জাগিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রোটিয়া পেসার কেনা পাফাকা। জস বাটলার, সঞ্জু স্যামসনও রান পাননি। তবে ৩৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলে রাজস্থানকে ২৭ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্য়াচ জেতালেন রিয়ান পরাগ। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল রাজস্থান। আর মুম্বই থেকে গেল তলানিতেই।
আরও পড়ুন: নিরামিষ খেয়েও বলের ভয় ধরানো গতি! আইপিএলে সাড়া ফেলে দিয়েছেন শ্রীকৃষ্ণের ভক্ত এই পেসার
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে