IPL Orange Cap: টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে আরসিবি, ব্যাটের শাসন চলছে কোহলিরও
IPL 2024: আইপিএল চূড়ান্ত পর্বের দিকে এগোচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে অরেঞ্জ ক্যাপ নিয়ে।
![IPL Orange Cap: টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে আরসিবি, ব্যাটের শাসন চলছে কোহলিরও IPL Orange Cap 2024 Virat Kohli leading chart of most run scorers in IPL RCB Indian Premier League IPL Orange Cap: টানা পাঁচ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে আরসিবি, ব্যাটের শাসন চলছে কোহলিরও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/12/4dc8ddab11f9cc03cd5ac9cee098557d171553858107450_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একমাত্র দল হিসাবে আইপিএলের (IPL 2024) প্লে অফের যোগ্যতা অর্জন করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। বাকি তিন জায়গায় কোন তিন দল নিজেদের টিকিট কনফার্ম করবে, তা নিয়ে অঙ্ক কষা চলছে। পয়েন্ট টেবিলে সাপলুডোর খেলা জমিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পরপর পাঁচ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে ঢুকে পড়েছে আরসিবি। যদিও অঙ্ক এখনও কঠিন।
হাড্ডাহাড্ডি লড়াই চলছে অরেঞ্জ ক্যাপ নিয়েও। রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাত্র ১৩ বলে ২৭ রান করলেন বিরাট কোহলি। অরেঞ্জ ক্যাপের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন কিংগ কোহলি।
চলতি আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে ছশো রান পূর্ণ করেছিলেন কোহলি। ১৩ ম্যাচে ১টি সেঞ্চুরি ও পাঁচ হাফসেঞ্চুরি-সহ ৬৬১ রান করেছেন তিনি। ৬৬.১০ গড়ে রান করছেন রানমেশিন কোহলি। স্ট্রাইক রেট ১৫৫.১৬। টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে কোহলিকে দিয়ে ইনিংস ওপেন করানোর কথাও চিন্তাভাবনা করা হচ্ছে। আইপিএলে ওপেনার কোহলির সাফল্য যে সম্ভাবনাকে আরও পোক্ত করছে।
সপ্তদশ আইপিএলে অরেঞ্জ ক্যাপ নিয়ে চলছে বেশ কয়েকজন ক্রিকেটারের মধ্যে জোর টক্কর চলছে। কী এই অরেঞ্জ ক্যাপ? আইপিএলের জন্মলগ্ন থেকে টুর্নামেন্টের সেরা ব্যাটার ও বোলারকে স্বীকৃতি দেওয়ার অভিনব এক উদ্যোগ নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ । যখন যে ক্রিকেটারের নামের পাশে সবচেয়ে বেশি রান থাকবে, তিনিই সেই মুহূর্তে পেয়ে যাবেন অরেঞ্জ ক্যাপ। সপ্তদশ আইপিএলে এখনও পর্যন্ত অরেঞ্জ ক্যাপ রয়েছে কোহলির মাথায়।
১৩ ম্যাচে ৫৮৩ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে দুইয়ে রয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ১১ ম্যাচে ৫৩৩ রান করে তিনে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের ট্র্যাভিস হেড। ১২ ম্যাচে ৫২৭ রান করে চারে রয়েছেন গুজরাত টাইটান্সের সাই সুদর্শন। ১২ ম্যাচে ৪৮৬ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে পাঁচে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ থাকবে কার ঝুলিতে?
আরও পড়ুন: সারারাত না খেয়ে ছিলেন কেকেআর ক্রিকেটারেরা! চাঞ্চল্যকর স্বীকারোক্তি নাইট তারকার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)