IPL Play Off: প্লে অফে সিংহের মুখে কেকেআর? ধোনিদের সঙ্গে ধুন্ধুমারের সম্ভাবনা বাড়ছে
IPL 2024: কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের প্রতিপক্ষ কারা? দৌড়ে রাজস্থান ও হায়দরাবাদ। তবে চেন্নাই শেষ ম্যাচে আরসিবিকে বড় ব্যবধানে হারিয়ে দিলে রান রেট ভাল থাকার সুবাদে তারাও হতে পারে নাইটদের প্রতিপক্ষ।
কলকাতা: বৃষ্টিতে কি আইপিএল (IPL 2024) প্লে অফের অঙ্কটা বদলে গেল?
বৃহস্পতিবার হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাত টাইটান্স (SRH vs GT) ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল। আইপিএলের ইতিহাসে এই প্রথম হায়দরাবাদে কোনও ম্যাচ বৃষ্টির কারণে ভণ্ডুল হল। সেই সঙ্গে জমে গেল প্লে অফের লড়াই।
তৃতীয় দল হিসাবে প্লে অফের টিকিট নিশ্চিত করল সানরাইজার্স হায়দরাবাদ। তবে গুজরাত টাইটান্সের সঙ্গে তাদের ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে গেল হায়দরাবাদ। তবে পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে তাদের থাকাটা এখন আর শুধু হায়দরাবাদের হাতে নেই। নির্ভর করছে রাজস্থান রয়্যালসের শেষ ম্যাচের ফলাফলের ওপর। ঘটনাচক্রে সঞ্জু স্যামসনদের শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। যারা প্রথম দল হিসাবে প্লে অফের যোগ্যতা অর্জন করেছিল। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসকে হায়দরাবাদ হারালে ও রাজস্থান তাদের শেষ ম্যাচে হেরে গেলে তবেই পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে শেষ করবেন প্যাট কামিন্সরা।
এবারের আইপিএলে প্রথম দল হিসাবে প্লে অফের যোগ্যতা অর্জন করেছিল কেকেআর। গুজরাত টাইটান্সের সঙ্গে নাইটদের আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নাইটদের। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকাও নিশ্চিত শ্রেয়স আইয়ারদের। অর্থাৎ, কোয়ালিফায়ার ওয়ানে খেলছেই শাহরুখ খান-জুহি চাওলার দল। এর আগে দুবার পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে কেকেআর। সেই দুবারই শেষ পর্যন্ত ট্রফি জিতেছে কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে।
এবারের প্লে অফে কোয়ালিফায়ার ওয়ানে কেকেআরের প্রতিপক্ষ কারা, তা এখনও স্থির নয়। দৌড়ে রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে চেন্নাই সুপার কিংস শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বড় ব্যবধানে হারিয়ে দিলে রান রেট ভাল থাকার সুবাদে তারাও হতে পারে নাইটদের প্রতিপক্ষ। তবে তা শর্তসাপেক্ষে। হায়দরাবাদ ও রাজস্থান - দুই দলকেই তাদের শেষ ম্যাচে হারতে হবে। কেকেআরকে হারাতে হবে রাজস্থানকে। আর পাঞ্জাব কিংসের কাছে হারতে হবে হায়দরাবাদকে। তবেই কোয়ালিফায়ার ওয়ানে কেকেআর বনাম সিএসকে লড়াই দেখা যেতে পারে। সেক্ষেত্রে সিএসকে-র পয়েন্ট হবে ১৬। রাজস্থানেরও পয়েন্ট থাকবে ১৬-তে। আর ১৫ পয়েন্টে আটকে থাকবে হায়দরাবাদ। নেট রান রেটে এগিয়ে থাকায় ধোনিরা সেক্ষেত্রে কোয়ালিফায়ার ওয়ানে নাইটদের সঙ্গে খেলবেন।
ক্রিকেটপ্রেমীরা সেই ম্য়াচের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন।
আরও পড়ুন: সবাইকেই থামতে হয়, সুনীলের অবসরের সিদ্ধান্ত শুনে বলছেন শ্বশুর সুব্রত
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।