IPL Qualifier 2: কোয়ালিফায়ার ২ শুরুর আগেই নামল বৃষ্টি, ম্যাচ ভেস্তে গেলে মুম্বই না পঞ্জাব, কোন দল পৌঁছবে ফাইনালে?
Mumbai Indians vs Punjab Kings: আমদাবাদে কোয়ালিফায়ার ২ ম্যাচের আগেরদিনও বৃষ্টি হয়েছিল। পঞ্জাব কিংসের অনুশীলন বাধাপ্রাপ্ত হয়েছিল।

আমদাবাদ: টস হয়ে গিয়েছিল। ম্যাচের আগে আম্পায়াররাও শেষ মুহূর্তে মাঠের পর্যবেক্ষণ সারছিলেন। তবে সেই সময়ই নামল বৃষ্টি। আইপিএল কোয়ালিফায়ার ২ (IPL Qualifier 2) শুরুর আগেই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ঢাকল কভারে। নিঃসন্দেহেই এই ছবিটা কেউই দেখতে চায়না। তবে যদি শেষমেশ খেলা সম্ভব না ই হয়, তাহলে কী হবে? কোন দল পৌঁছবে ফাইনালে?
কোয়ালিফায়ার ২-র জন্য কি কোনও রিজার্ভ ডে রাখা হয়েছে? উত্তর না। তবে আইপিএলের নতুন নিয়মাবলী অনুযায়ী ম্যাচের সময়ও যদি বৃষ্টি হয়, তাহলে বাড়তি ১২০ মিনিট পর্যন্ত ম্যাচ আয়োজনের জন্য বাড়তি সময় দেওয়া হয়েছে। তারপরেই ম্যাচের ওভার কমানো শুরু করা হবে।
🚨 Update 🚨
— IndianPremierLeague (@IPL) June 1, 2025
Start of play delayed due to rain.
Stay tuned for further updates ▶ https://t.co/vIzPVlDqoC#TATAIPL | #PBKSvMI | #Qualifier2 | #TheLastMile pic.twitter.com/U36OmiVeZ2
কিন্তু তারপরেও যদি ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তখন কী হবে? সেক্ষেত্রে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কপাল পুড়বে। নিয়ম অনুযায়ী এক্ষেত্রে লিগ তালিকায় উপরে শেষ করা দলই পরের রাউন্ড পৌঁছবে। লিগ তালিকায় পঞ্জাব কিংস (Punjab Kings) ১৯ পয়েন্ট নিয়ে সবার উপরে শেষ করে, মুম্বই শেষ করেছিল চতুর্থ স্থানে। সেই সুবাদেই কোয়ালিফায়ার ২ ম্যাচ একেবারেই খেলা সম্ভব না হলে পল্টনরা টুর্নামেন্ট থেকেই ছিটকে যাবেন। আরসিবির বিরুদ্ধে ৩ জুন খেতাবি ফাইনালে মাঠে নামার সুযোগ পাবে পঞ্জাব কিংসই ।
ঘটনাক্রমে, এই বৃষ্টির দোহাই দিয়েই কিন্তু আমদাবাদে আইপিএলের কোয়ালিফায়ার ২ ও ফাইনাল সরানো হয়েছিল । নিয়ম অনুযায়ী গত বারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই এবারের আইপিএল ফাইনাল আয়োজিত হওয়ার কথা ছিল। তবে আবহাওয়ার দোহাই দিয়েই ইডেন গার্ডেন্স থেকে সরিয়ে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই দুই প্লে-অফের ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই বৃষ্টিতেই ব্যাহত হল খেলা।
বৃষ্টির পূর্বাভাস ছিলও। ম্যাচের আগেই নরেন্দ্র মোদি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হালে ঘন ঘন বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে ম্যাচের আগেরদিন পঞ্জাব কিংসের অনুশীলনও ব্যাহত হয়। এবার সেই বৃষ্টির জেরেই খেলা শুরুল করা গেল না। আপাতত মাঠ বৃষ্টিতে ঢাকা রয়েছে। ঠিক কখন খেলা শুরু হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।




















